অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার উরফি জাভেদ তাঁর বিতর্কিত পোশাকের জন্য সব সময়ই শিরোনামে থাকেন। ধারাবাহিকের হাত ধরে গ্ল্যামার জগতে পা রাখলেও তারপর তাঁকে আর মেগায় সেভাবে দেখা যায়নি। মেগায় কাজ করার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। সেখানে তিনি এও জানান যে এরপর আর তাঁর মেগায় কাজ করার কোনও ইচ্ছে নেই। তবে বর্তমানে তিনি তাঁর প্রথম ওয়েব সিরিজ 'ফলো কর লো ইয়ার' নিয়ে হাজির। ইতিমধ্যেই এই সিরিজের প্রিমিয়ার অ্যামাজন প্রাইম ভিডিয়োয় হয়ে গিয়েছে। বর্তমানে এর প্রচারেই ব্যস্ত তিনি।
'ইন্ডিয়া টুডে'-র সঙ্গে একটি প্রচারমূলক সাক্ষাৎকারে উরফিকে 'তার কুখ্যাত হওয়ার গোপনীয়তা শেয়ার করতে' বলা হয়েছিল। উরফি বলেছেন, 'আমি যা করেছি তা করার জন্য একটা এক্স-ফ্যাক্টর লাগে। আপনিও চাইলে চেষ্টা করতে পারেন। আমি যা করেছি, তা যদি কেউ চেষ্টা করে এবং সফল হয় তবে আমি আরও খুশি হব... মানুষজন আমাকে এতটা নিরুৎসাহিত করেছে, সব জায়গায় সবাই আমার বিরুদ্ধে নানা কথা বলেছে কিন্তু, আমি নিজের জন্য এমন একটা পৃথিবী গড়ার চেষ্টা করছি যেখানে আমি খুব বিখ্যাত। আমি আমার নিজের জন্য নিজেই সুযোগ তৈরি করি, এমনকী যদি এটি বিতর্কিত হয় তবে আমি আপত্তি করি না, যতক্ষণ না তা প্রত্যক্ষ ভাবে আমার কোনও ক্ষতি করছে।'
আরও পড়ুন: দেশি লুকে ভাইয়ের বিয়েতে হাজির প্রিয়াঙ্কা! নিক নয়, সঙ্গে কোন প্রিয়জন এলেন?
এই কাজ থেকে কি কখনও বিরত হবেন উরফি? তিনি জানান যে, অভিনেতা শাহরুখ খান বর্তমানে যে জায়গায় পৌঁছেছেন বা যতটা অর্জন করেছেন ততটা না করা পর্যন্ত তিনি থামবেন না। উরফি এ প্রসঙ্গে বলেন, 'জিনিস না চাওয়া এবং জিনিস না জানা পর্যন্ত ঠিক আছে। আপনি যদি টাকা দিয়ে থাকেন এবং আপনি যদি ধনী পরিবার থেকে আসেন, তাহলেও ঠিক আছে। অবশ্যই, আপনার কাছে টাকা না থাকলে এটা কিছুটা কঠিন হয়ে যায়। আমি বুঝতে পেরেছি যে সবাই আমার মতো উচ্চাভিলাষী হতে পারে না। শাহরুখ খান আমার বেঞ্চমার্ক। যেদিন মনে হবে যে আমি সেই পর্যন্ত পৌঁছে গিয়েছি, তখন আমি অবসর নিতে চাইব।'
আরও পড়ুন: ভাইয়ের বিয়েতে প্রিয়াঙ্কা যে নেকলেস ও ব্রেসলেট পরেছিলেন জানেন তার দাম? শুনলে মাথা ঘুরে যাবে
উরফি তাঁর নিজের শো, প্রাইম ভিডিয়োর নতুন কাজ, 'ফলো কর লো ইয়ার' নিয়ে নানা কথা বলেছেন। এখানে তাঁর এমন কিছু দিক প্রকাশ পাবে যা সাধারণত ক্যামেরার সামনে আসে না। এর আগে উরফি 'বিগ বস ওটিটি'তে অংশগ্রহণ করেছিলেন।