বারংবার নিজের কাজকর্ম দিয়ে যদি কেউ নজর কেড়ে থাকেন তাহলে সেটা আর কেউ নন, উরফি জাভেদ। তাঁর উদ্ভট পোশাক, সাজ দেখে নেটিজেনরা যেমন বিরক্ত হন তেমনই আবার মজা পান। কিন্তু তাই বলে নজর কাড়তে গিয়ে এমন কাণ্ড ঘটাবেন কেউ বোধহয় স্বপ্নেও ভাবেননি! কী করেছেন? সাহসী হয়ে আরও ভিউজ পেতে যে জামা পরেছিলেন তাতেই আগুন ধরিয়ে দেন উরফি। তারপর?
আরও পড়ুন: বর্ডার ২ তে এবার সানির সঙ্গে যোগ দিলেন বরুণ! বললেন, 'আমার পছন্দের হিরোর সঙ্গে কাজ করব...'
কী ঘটেছে?
ফলো কর লো ইয়ার নামক একটি শো আসছে। সেই শোয়ের ট্রেলার লঞ্চ ইভেন্টেই এই দুঃসাহসিক কাণ্ড ঘটালেন উরফি। তিনি যে পোশাক পরে ছিলেন তাতেই সেই শোয়ের নাম লেখা ছিল। সেটা প্রকাশ্যে আনার জন্য ওই জামাতে আগুন ধরিয়ে দিলেন নিজেই! আর ওই ভয়ঙ্কর আগুনের তাপ, ঝলকানি সহ্য করলেন নতুন কিছু করার নেশায়।
আরও পড়ুন: ভাইরাল পোস্টই সত্যি! 'বিচার না পেলে মাটি দেবে না সোনাগাছি' জানালেন দুর্বারের সেক্রেটারি বিশাখা লস্কর
এরপর এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জানান, 'এটা করতে গিয়ে আমার চোখের পাতা পুড়ে গিয়েছে। আইব্রো পুড়ে গিয়েছে। কিন্তু এত কষ্ট সহ্য করলেও সেটার দাম আছে।' তিনি আরও জানান, 'এই স্টান্ট কন্ট্রোলড পরিবেশে করা হয়েছে। প্রফেশনাল ব্যক্তিত্বরা ছিলেন ওখানে। বাড়িতে প্লিজ এটা চেষ্টা করবেন না।' তাই যাঁরা ভাবছেন যে উরফি আর আমাদের নতুন কিছু দিয়ে চমক দিতে আর পারবেন না তখনই এটা ঘটিয়ে সেই ভুল ধারণা তিনি ভেঙে দিলেন।
আরও পড়ুন: 'বুদ্ধ' স্মরণ নয়, এ যেন আরও এক প্রতিবাদী জমায়েত! নেতাজি ইনডোর ভাসল 'জাস্টিস ফর আরজি কর' স্লোগানে
ফলো কর লো ইয়ার শো প্রসঙ্গে
প্রসঙ্গত এই ফলো কর লো ইয়ার শোটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে। এটি এই প্ল্যাটফর্মে ২৩ অগস্ট থেকেই শুরু হল। এটি একটি নয় পর্বের সিরিজ। যেখানে উরফির জীবনের ঝলক দেখতে পারবেন দর্শকরা। তাঁর জীবনের ব্যাপারে আরও বিস্তারিত ধারণা পাবেন তাঁরা।