উদ্ভট সাজ, বাহারি পোশাক এবং চাঁচাছোলা মন্তব্যের জন্য তিনি মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। তবে এবার আর সেসবের জন্য নয়। একেবারে অন্য একটা কারণের জন্য উরফি জাভেদকে নিয়ে হইচই শুরু নেটপাড়ায়। কিন্তু কী ঘটিয়েছেন তিনি সেটা ভাবছেন? বহুতল থেকে ঝাঁপ মেরেছেন।
আরও পড়ুন : মমতার ডাকে হাজির দেব থেকে সৌরভ - শত্রুঘ্ন! প্রদীপ জ্বালিয়ে শুরু ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
আরও পড়ুন : তৃপ্তির বৃহস্পতি তুঙ্গে! ভুল ভুলাইয়া ৩ -এর পর এবার ইমতিয়াজের ছবিতে কার্তিকের সহঅভিনেত্রী, বিপরীতে কে?
কী ঘটিয়েছেন উরফি জাভেদ?
এদিন উরফি জাভেদ একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে উরফি একটি বহুতলের জানলার বাইরে কার্নিশ দিয়ে হাঁটছেন। তাঁর পরনে গোলাপি টিশার্ট এবং কালো শর্টস। পায়ে সাদা জুতো। এই পোশাকে তিনি কার্নিশ দিয়ে একটু হেঁটেই সোজা নিচে ঝাঁপ দেন। আর নিচে রাস্তা, আর সেখান দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে । এই ভিডিয়ো পোস্ট করে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লেখেন, ' খাতরো কী খিলাড়ির জন্য আমার অডিশন। কালার্স টিভি আপনারা কি দেখছেন? হেটার্সরা বলবে এটা এডিটেড।'
তাঁর এই কাণ্ড দেখে তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হলেও একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে এই ভিডিয়োটা সত্যিই এডিটেড। উরফি যখন ঝাঁপ মারতে যাচ্ছেন তখনই সেটা বোঝা যাচ্ছে।
কে কী বলছেন?
এই ভিডিয়োতে এক ব্যক্তি লেখেন, 'সাবধানে যা করার করুন।' আরেকজন লেখেন, 'হ্যাঁ, হ্যাঁ। আমরা এডিটিং বুঝতে পারলেও কেউ বলব না ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'খুবই খারাপ মানের এডিটিং।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আপনি ঠিক আছেন? হঠাৎ এভাবে লাফাতে গেলেন কেন?' ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। লাইক পেয়েছে প্রায় লাখ খানেক।
আরও পড়ুন : 'পতাকার চেয়ে ভালোবাসা বড়' বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা হতেই BSF -এর গুলিতে নিহত ফেলানির প্রসঙ্গ টেনে 'খোঁচা' কবীরের
আরও পড়ুন : স্প্যানিশে কথা বলে স্থানীয় টিভি চ্যানেলে লীলাবালি গাইলেন যুবক! ‘এরাই তো বাংলার দূত’, প্রশংসা নেটপাড়ার