বাংলা নিউজ > বায়োস্কোপ > Uorfi Javed: পোশাকের জন্য চা খেতে ঝামেলা, উরফির কাণ্ড দেখে হেসে খুন ভক্তরা

Uorfi Javed: পোশাকের জন্য চা খেতে ঝামেলা, উরফির কাণ্ড দেখে হেসে খুন ভক্তরা

উরফির কাণ্ড দেখে হেসে খুন ভক্তরা

Uorfi Javed: পোশাকের জন্য চা খেতে পারছেন না উরফি! ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন চরম দুঃখের ঘটনা। ওহ! ওয়েট! সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পথ বের করলেন চা খাওয়ার। দেখুন কাণ্ড!

উরফি (Uorfi Javed) আর তাঁর অদ্ভুত পোশাক সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। মানুষ না নিয়ে দুঃস্বপ্নেও ভাবতে পারেন না সেটা দিয়েই পোশাক বানান উরফি জাভেদ তাঁর ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই এমন অদ্ভুত পোশাকের নানা উদাহরণ। সম্প্রতি তিনি আবারও একটি উদ্ভট পোশাকে ধরা দিয়েছিলেন। আর দেখালেন সেই পোশাকের কারণে চা খেতে গিয়ে বিপদে পড়ছেন তিনি। কিছুতেই গ্লাস থেকে এই পোশাকের জন্য চা পান করতে পারছেন না তিনি।

এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাঁর ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিয়ো পোস্ট করে লেখেন 'যখন চা খাওয়া বেশি জরুরি হয়।' এই ভিডিয়োতে দেখা যায় তিনি একটি গাড়িতে বসে আছেন। কিন্তু একি! তাঁর মুখের সামনে ব্যারিকেড কেন! ওহ আচ্ছা ওটাই তাঁর পোশাক। মানে পোশাকের অঙ্গ। আর এই খটোমটো পোশাকের জন্যই তাঁর চা খেতে অসুবিধা হচ্ছে বলে জানান তিনি। যদিও শেষ পর্যন্ত তিনি একটা উপায় খুঁজে নেন এই পানীয় পান করার জন্য।

ভিডিয়োয় দেখা যাচ্ছে তিনি যখন ঐ ব্যারিকেডের সামনে দিয়ে চা খেতে পারছেন না তখন ঘাড় ঘুরিয়ে ব্যারিকেডের সাইড থেকে চা পান করছেন কাপ থেকে।

মাত্র কয়েক ঘণ্টায় কয়েক লাখ ভিউজ পেয়ে যায় এই ভিডিয়ো রীতিমত ভাইরাল হয়ে যায় সেটি। একাধিক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁর এই পোস্টে নিজেদের নানা মতামত জানিয়েছেন।

এক ব্যক্তি তাঁর এই পোস্টে লিখেছেন, 'স্ট্রর আবিষ্কার তো এটার জন্যই হয়েছিল।' আরেক ব্যক্তি লেখেন, 'এভাবেই সবাইকে বিনোদন দিতে থাকুন।' অনেকেই তাঁর এই পোস্টে নানা মজা কমেন্ট করেছেন।

প্রসঙ্গত হামেশাই নানা কারণে তিনি চর্চায় উঠে আসেন। মূলত তাঁর বক্তব্য এবং পোশাকের জন্য। কিছুদিন আগেই তিনি মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit একটি শো নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন সেখানে নাকি তাঁকে নিমন্ত্রণ করেও শেষ মুহূর্তে তাঁর সেই নিমন্ত্রণ বাতিল করে দেওয়া হয়। তাঁকে যেতে বারণ করা হয়। বলেন তিনি এবার বুঝতে পারছেন যে কেন কঙ্গনা (Kangana Ranauat) এভাবে রিঅ্যাক্ট করেন।

বন্ধ করুন