সোশ্যাল মিডিয়া তারকা উরফি জাভেদের বিরুদ্ধে ‘অশ্লীলতা’ ছড়ানো, নগ্নতার প্রচার চালানোর অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রে বিজেপির মহিলা মোর্চার সভাপতি চিত্রা ওয়াঘ। এক ভিডিয়ো বার্তায় উরফির পোশাক পরার ধরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন চিত্রা। এমনকি, উরফিকে গ্রেফতারির দাবিও জানিয়েছিলেন তিনি।
শুক্রবার চিত্রার বিরুদ্ধে অভিযোগ নিয়ে সটান মহারাষ্ট্রের মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন উরফি জাভেদ। কমিশনের চেয়ারপার্সন রুপালি চাকণকরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। উরফির দাবি, চিত্রার মন্তব্যে তাঁর উপর হামলায় উস্কানি রয়েছে।
এ দিকে, চিত্রা ওয়াঘের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন উরফির আইনজীবী নীতিন সতপুতে। এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রের মহিলা কমিশনের দ্বারস্থ হওয়ার পরই উরফিকে তলব করে মুম্বই পুলিশ। আরও পড়ুন: বিরাটের খালি গা, পাশে একগাল হেসে অনুষ্কা! ভামিকাকে বাদ দিয়েই তোলা হল ছবি
বিজেপি নেত্রীকে অবশ্য পালটা খোঁচা দিতে ছাড়েননি উরফিও। সোশ্যাল মিডিয়ায় পিঠ খোলা পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবিতেই বিজেপি নেত্রীকে ট্যাগ করে লিখেছিলেন, ‘এখনও অনেকটা শোধরানো বাকি রয়েছে। দুঃখিত চিত্রা ওয়াঘজি।’ জানান, চিত্রার সঙ্গে বন্ধুত্ব করতে বিজেপিতে যোগ দেবেন। পরের দিনই আবার লিখেছেন, চিত্রার পুত্রবধূ হবেন তিনি।
উরফি তার ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরবারই শিরোনামে থাকেন। ওটিটি বিগ বসে অংশগ্রহণের পরই উরফি তুমুল জনপ্রিয়তা পায় দর্শকমহলে। উরফি জাভেদ এবং চিত্রা ওয়াঘের যুযুধান কতদূর পর্যন্ত গড়ায় এখন সেটাই দেখার।