ফ্যাশন করতে গিয়ে কী কাণ্ডই না করে বসলেন উরফি! তাঁর ফ্যাশান নিয়ে পরীক্ষানিরীক্ষার ফল হল মারাত্মক। আসল তারের পোশাক পরে বুক থেকে কোমর পর্যন্ত সারা শরীর ফুলে গেল উরফির। যদিও তারপরেও উরফি বলছেন 'মজা পেয়েছি!' আর তাতেই বিরক্ত নেটনাগরিকরা বলছেন, 'এমন ফ্যাশান কোন কাজে লাগে!'
সম্প্রতি সবুজ রঙের একটি বডিকন পোশাক পরেছিলেন উরফি জাভেদ। যার একদিকে ছিল সম্পূর্ণ খোলা, আর সেখানেই তার দিয়ে বেঁধে কারুকাজ করেছিলেন উরফি। তাতে তাঁর স্তন থেকে কোমর পুরোটাই ফুলে যায়। দাগও বসে যেতে দেখা যায়। এমন পোশাক পরে যে কষ্ট পেয়েছেন, সেকথা নিজেই ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে স্বীকার করে নিয়েছেন উরফি জাভেদ। ক্যামেরার ক্লোজ শটে ছবি তুলে তা পোস্ট করে উরফি লিখেছেন, ‘এগুলো সবই আসল তার।দেখতেই পাচ্ছে, এগুলি আমার ত্বকের কীভাবে ক্ষতি করেছে! তবে ব্যথা পেয়েছি ঠিকই তবে মজাও পেয়েছি।’
আরও পড়ুন-'মা একদিন অনেক কষ্ট করেছেন, বস্তিতে এক কামরায় থাকতেন', বলছেন শ্বেতা কন্যা পলক

তারের পোশাকে উরফি
তবে উরফি যতই বলুন তিনি মজা পেয়েছেন। তাঁর কাণ্ডে এবার বেজায় বিরক্ত নেটপাড়ার নাগরিকরা। কেউ ভয় পেয়ে লিখেছেন, ‘বাপরে এর চামড়া তো ফুলে উঠেছে!’ কেউ লিখেছেন, ‘দেখেই মনে হচ্ছে, এতো ভীষণ কষ্টকর।’ কেউ বলেন, ‘এমন ফ্যাশান কোন কাজে লাগে!’ আবার উরফিকে সাবধানও করেছেন বহু নেটনাগরিক।

উরফিকে সাবধান করল নেটপাড়া…
তবে উরফি এমন কাণ্ড নতুন নয়। এর আগে ব্লেড দিয়ে তৈরি পোশাক পরেও ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাঁকে। আর লতাপাতা থেকে দড়ি দিয়ে তৈরি পোশাক তো উরফির কাছে সাধারণ ঘটনা। উরফি এমন পোশাক নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। কিছুদিন আগেই পোশাকের কারণে তাঁকে মুম্বইয়ের এক রেস্তোরাঁ ঢুকতে দেওয়া হয়নি। আর তাতে বেশ চটেছিলেন তিনি। এমনকি পোশাকের কারণে প্রাণে মারার হুমকিও জুটেছে কপালে। তবে কোনও কিছুতেই থাকতে রাজি নন 'ফ্যাশনিস্তা' উরফি জাভেদ।