বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadagiri Director lands in Controversy: ‘মদ্যপ অবস্থায়’ মাঝরাতে উঠতি অভিনেত্রীকে ভিডিয়ো কল ‘দাদাগিরি’র পরিচালকের, এরপর…

Dadagiri Director lands in Controversy: ‘মদ্যপ অবস্থায়’ মাঝরাতে উঠতি অভিনেত্রীকে ভিডিয়ো কল ‘দাদাগিরি’র পরিচালকের, এরপর…

ক্ষমা চেয়ে নেন শুভঙ্কর

মধ্যরাতে ‘মদ্যপ’ অবস্থায় এক মহিলাকে ২৪ বার ফেসবুক মেসেঞ্জারে ভিডিয়ো কল করেন 'দাদাগিরি'র পরিচালক।

বাংলা টেলিভিশনের নন-ফিকশন জঁরে তাঁর জুড়ি মেলা ভার! এক কথায় ‘কিং মেকার’ তিনি। ‘মীরাক্কেল’, ‘দাদাগিরি থেকে ‘ডান্স ডান্স জুনিয়র’, ‘সুপার সিঙ্গার’-এর মতো রিয়ালিটি শো-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। টেলিপাড়ার এই নামী মুখের বিরুদ্ধে এবার বিস্ফোরক উঠতি অভিনেত্রী। শ্রেয়সী চক্রবর্তী নামের ওই মহিলার অভিযোগ বুধবার মধ্যরাতে তাঁকে ফেসবুক মেসেঞ্জারে প্রায় ২৪ বার ভিডিয়ো কল করেন শুভঙ্কর। যদিও তাঁদের বাস্তবে কোনও পরিচিতি নেই, কর্মসূত্রেও কোনও আলাপ নেই।

ফেসবুক পোস্টে শ্রেয়সী লেখেন, ‘মীরাক্কেল’-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় যাঁর সঙ্গে আমার কোনও পূর্বপরিচিতি নেই। উনি গত কাল রাত ২.১৭ থেকে ৩টে পর্যন্ত ২৪ বার ভিডিয়ো কল করেছেন। শেষে বিরক্ত হয়ে নিজের ভিডিয়ো বন্ধ করে ওঁর কলটি ধরতে বাধ্য হই। তখন দেখি উনি আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতে পারছিলেন না’।

<p>শুভঙ্করের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুক পোস্ট শ্রেয়সীর</p>

শুভঙ্করের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুক পোস্ট শ্রেয়সীর

আরও পড়ুন-মুম্বই পুলিশের হেফাজতে রাখি সাওয়ান্ত! শার্লিনের এফআইআরের ভিত্তিতে চলছে জেরা

শেষমেষ বিরক্ত হয়ে অডিও মুডে কল রিসিভ করলে শ্রেয়সী দেখেন, সম্পূর্ণ মদ্যপ অবস্থায় রয়েছেন পরিচালক। সঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছিলেন না শুভঙ্কর, দাবি শ্রেয়সীর। এই হেনস্থার ঘটনায় যথেষ্ট বিরক্ত ওই উঠতি অভিনেত্রী। একটি বেসরকারি চ্য়ানেলের এক্সিকিউটিভ প্রোডিউসার হিসাবে আপতত কাজ করেন শ্রেয়সী।

গোটা ঘটনা নিয়ে এক সংবাদমাধ্যমের তরফে শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে হলে গোটা বিষয়টি নিয়ে আকাশ থেকে পড়েন পরিচালক। বলেন, ‘কী ঘটেছে আমি জানি না, আমি জানার চেষ্টা করছি। তার পর আমি কথা বলছি।’ যদিও পরবর্তীতে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা সম্ভবপর হয়নি।

পরবর্তীতে অপর এক ফেসবুক পোস্টের মাধ্যমে শ্রেয়সী জানান নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়, পাশাপাশি ফেসবুক পোস্ট মুছে দেওয়ার আবেদনও জানিয়েছেন। শ্রেয়সী লেখেন, ‘শুভঙ্কর আমায় ফোন করেছিলেন, ক্ষমা চেয়েছেন। মত্ত অবস্থায় থাকার জন্য তিনি ভুলবশত এমন কাজ করে ফেলেছেন। পোস্টটি ডিলিটও করতে বলেছেন। পোস্টটা আমি ডিলিট করব না। তবে তাঁর ক্ষমা আমি গ্রহণ করলাম।’

আরও পড়ুন-শাহিদের নতুন ভাড়াটে কার্তিক, প্রতি মাসে কত লক্ষ টাকা করে বাড়ি ভাড়া দিতে হবে জানেন?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4au

 

 

বন্ধ করুন