‘এখানে আকাশ নীল’ থেকে ‘একদিন প্রতিদিন’, ‘কুসুম দোলা’, 'কোজাগরী', ‘এক্কা দোক্কা’ সহ একসময় বহু সুপার হিট সিরিয়ালের অন্যতম মুখ ছিলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। মুখ্য ভূমিকায় অভিনয়ের পাশাপাশি তিনি পার্শ্ব চরিত্রেও বেশ কিছু কাজ করেছেন, তাছাড়াও তিনি বহু ছবিতে কাজ করেছেন। তবে মাঝে বেশ কিছু দিন তিনি অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন। কিন্তু তাঁকে আবার লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে।
দুই মধ্য-বয়স্ক নারী-পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে এগোবে সেই গল্প। আর সেখানেই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। তবে তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় কে থাকবেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। অনেকেই ভেবেছিলেন তাঁর বিপরীতে ঋষি কৌশিককে দেখা যেতে পারে। 'একদিন প্রতিদিন' থেকে শুরু করে 'এখানে আকাশ নীল', ‘কুসুম দোলা’, বহু হিট সিরিয়াল উপহার দিয়েছেন অপরাজিতা ও ঋষি কৌশিক জুটি।
তবে খবর তিনি নন, অপরাজিতার বিপরীতে নায়ক হয়ে ছোট পর্দায় ফিরছেন সুদীপ মুখোপাধ্যায়। ইতিমধ্যেই নাকি মেগার লুক সেট হয়ে গিয়েছে। তবে এখনও প্রযোজক সংস্থার পক্ষ থেকে কোনও খবর পাওয়া যায়নি। এমন কী অভিনেতার পক্ষ থেকেও কোনও কিছুই জানা যায়নি। আনুষ্ঠানিক কোনও বিবৃতিও এখনও দেওয়া হয়নি। সিরিয়ালের সবটাই হচ্ছে লেখিকা লীনার তত্ত্বাবধানে। ‘ম্যাজিক মোমেন্টস’-এর এই নতুন মেগা নাকি স্টার জলসায় দেখা যাবে বলে খবর।
আরও পড়ুন: 'পুরো কৃতিত্ব করণ জোহরের…' কাল হো না হো মুক্তির ২১ বছর পর কেন এমন বললেন পরিচালক
আরও পড়ুন: দিলজিতের গানে মাতল গোটা একটা ট্রেন! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়
আরও পড়ুন: পরীক্ষার আগে নুসরতের আশীর্বাদ চাইল পড়ুয়া! খুদে ভক্তের অনুরোধে কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী?
আরও পড়ুন: নেচে-ডায়লগ বলে আপন ক্যারিশমায় মাতালেন দিল্লির বিয়েবাড়ি! পারফরমেন্সের জন্য কত নিয়েছেন শাহরুখ?
প্রসঙ্গত টিভি সিরিয়াল ছাড়াও 'ইতি শ্রীকান্ত', ‘দ্রোণাচার্য’, ‘চলো লেটস গো’, ‘চৌরাস্তা’, ‘হাতে রইল পিস্তল’, ‘বাকিটা ব্যক্তিগত’, ‘একফালি রোদ’, ভেংচি, 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'-এর মতো সিনেমায় দেখা গিয়েছিল অপরাজিতা ঘোষ দাসকে। ২০২৩-এ শেষবার অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘কীর্তন’ নামে একটা ছবিতেও অভিনয় করেছিলেন অপরাজিতা।