স্টার জলসার পর্দায় মাত্র কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক উড়ান। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রতীক সেন এবং রত্নপ্রিয়া। তাঁদের এই মেগায় এবার নতুন একটি মোড় আসতে চলেছে। সেটারই প্রোমো এদিন প্রকাশ্যে এল।
আরও পড়ুন: 'সিক্সথ ডে থেকেই...' কথা মতোই অগ্নিকাণ্ডের মাত্র ৫ দিন পর কীভাবে ৯৭ -এ বইমেলা শুরু করেন বুদ্ধদেব?
আরও পড়ুন: 'কেউ চলে গেলেই স্মৃতি হুড়মুড় করে চলে...' বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে স্মৃতিচারণায় কী বললেন গৌতম ঘোষ?
উড়ান ধারাবাহিকের নতুন প্রোমো
উড়ান ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে পূজারিনি একজনের কাছে পড়ছে। আর সেই শিক্ষক তার দিকে গদগদ নয়নে তাকিয়ে আছে। এমনকি পড়া বোঝানোর অছিলায় নায়িকার হাত ধরে। সে অস্বস্তিতে পড়লেও বরকে শিক্ষা দেওয়ার জন্য সেসব সহ্য করে নেয়।
আরও পড়ুন: আসছে প্রীতি - রাহুলের প্রথম সন্তান? হঠাৎ কেন হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী?
পূজারিনি সহ্য করলেও মহারাজ মোটেই সেটা সহ্য করে না। তাঁকে দেওয়ালে ঠেসে ধরে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। তখন পূজারিনি বলে এরম করলে সে কার কাছে পড়বে, কী করে CA পাশ করবে। তখন সে যেটা চাইছিল সেটাই বলে মহারাজ। জানায় সেই বউয়ের পড়াশোনার দায়িত্ব নেবে। তাকে পড়াবে। এই প্রোমো প্রকাশ্যে এনে চ্যানেলের তরফে লেখা হয়, ‘মহারাজকে দিয়ে নিজের পড়াশোনার দায়িত্ব নেওয়াতে কী বুদ্ধি বের করলো পূজারিণী?’
আরও পড়ুন: কেবল ভাত - মাংস বা সিগারেট নয়, এই পদ পাতে পেলেই সবথেকে খুশি হতেন বুদ্ধদেব! কী বলুন তো?
উড়ান ধারাবাহিকটি প্রসঙ্গে
উড়ান ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। রোজ রাত আটটা থেকে এটি সম্প্রচারিত হয়।