বাংলা নিউজ > বায়োস্কোপ > Urfi Javed: ‘পোশাক থেকে অ্যালার্জি হয়!’, নিজের ‘নগ্ন’ হয়ে ঘোরার কারণ জানালেন উরফি জাভেদ

Urfi Javed: ‘পোশাক থেকে অ্যালার্জি হয়!’, নিজের ‘নগ্ন’ হয়ে ঘোরার কারণ জানালেন উরফি জাভেদ

বেশি জামাকাপড় পরলেই গায়ে অ্যালার্জি বের হয়, দাবি উরফি জাভেদের। 

উরফি জেভেদকে নিয়ে বিতর্ক কখনোই থামে না। এবার যেমন এই ইনস্টারনেট সেনসেশন নিজের একগুচ্ছ ছবি-ভিডিয়ো দিয়ে দাবি করে বসলেন পোশাক থেকে অ্যালার্জি হয় তাঁর। প্রমাণও দিলেন হাতেনাতে। 

নিত্যদিন পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। লেখক চেতন ভগত, হকি প্লেয়ার যুবরাজ বাল্মীকি, ইউটিউবার হিন্দুস্তানি ভাউ-এর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন। এবার উরফির দাবি তাঁর শরীরে কাপড়ের অ্যালার্জি আছে। ইনস্টাগ্রাম স্টোরিতে সকলের সঙ্গে ভাগ করে নিলেন কীভাবে উলের পোশাক পরে তাঁর গায়ে অ্যালার্জি বেরিয়েছে। 

প্রথমে উরুর একটি ক্লোজআপ শেয়ার করে নিয়েছেন উরফি জাভেদ। গায়ে বেরনো ফুসকুড়ি দেখাতে। সঙ্গে শেয়ার করেন একটি পোল। যেখানে সকলের উদ্দেশে তাঁর প্রশ্ন ‘শীতকালে অন্য কারও এরকম অ্যালার্জি হয়?’ তারপর নিজের শরীরে থাকা ফোঁড়াগুলির একটি ভিডিয়ো পোস্ট করে লিখলেন, ‘দেখুন, যখনই আমি উলের পোশাক পরি আমার সঙ্গে এটি ঘটে। এটা একটা গুরুতর সমস্যা বন্ধুরা!’

অ্যালার্জি সম্পর্কে কথা বলার সাথে সাথে নিজের আরেকটি ভিডিয়ো শেয়ার করেছেন। ‘তাহলে এখন আপনারা বুঝতে পারছেন কেন আমি জামাকাপড় পরি না। আমার এই গুরুতর সমস্যা আছে। আমার শরীরে এরকম প্রতিক্রিয়া দেখা যায়। এই যে প্রমাণ, আপনাদের সকলের সামনে প্রমাণ রইল। এই কারণে আমি এরকম নগ্ন হয়ে থাকি। কাপড় থেকে আমার শরীরে অ্যালার্জি হয়।’ আরও পড়ুন: স্তন ঢাকতে জ্যুসের গ্লাস আর খাবারের প্লেট, উরফির এবারের সাজ আরও ধামাকাদার

আরেকটা ভিডিয়োতে পা সরিয়ে গায়ে থাকা সেইসব ফোঁড়া দেখিয়ে বলেন, ‘কী বাজে এই অ্যালার্জিগুলি। খুব বাজে। আমি শুধু উলের কাপড় পরেছিলাম, আমার শরীরে সত্যিই কাপড় নিয়ে সমস্যা রয়েছে।’

উওরফি তার ‘অস্বাভাবিক পোশাক’-এর কারণে প্রায়শই খবরে থাকেন। কখনও গারবেজ ব্যাগ বা খবরের কাগজের মতো সামগ্রী দিয়ে জামাকাপড় বানান৷ সম্প্রতি, মহারাষ্ট্র মহিলা মোর্চার সভাপতি চিত্রা কিশোর ওয়াঘ তাঁর ড্রেসিং সেন্স অশ্লীল এবং সমাজের জন্য ‘ক্ষতিকারক’ বলে দাবি করেন। উরফির বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন। 

 

বন্ধ করুন