উরফি জাভেদ এবার নিজের কোনও ছবি বা ভিডিও পোস্ট না করলেও তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা জানিয়েছেন। উরফি তাঁর করা দীর্ঘ পোস্টে লিখেছেন যে, একজন ব্যক্তি তাঁকে দীর্ঘদিন ধরে হয়রানি করছে। সে তাঁর ছবি টেম্পার করে ব্ল্যাকমেইল করছে। উরফির এটাও দাবি যে লোকটি তাঁকে ভিডিও সেক্সের জন্য বার বার বলছে। তিনি এই নিয়ে থানায় এফআইআরও দায়ের করেছেন, কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উরফি নিজের পোস্টে এটাও জানিয়েছেন যে, ওই ব্যক্তি পঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। নিজের পোস্টে উরফি চ্যাটের স্ক্রিনশট এবং অভিযোগ তোলা ব্যক্তির ছবিও পোস্ট করেছেন।
উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই লোকটা আমাকে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিরক্ত করছে। ২ বছর আগেও কেউ আমার ছবি টেম্পার করেছিল এবং শেয়ার করতে করে দিয়েছিল। এই নিয়ে তখন আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম।খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাকে তখন। আমি তা নিয়ে ২ বছর আগে একটি পোস্টও করেছিলাম যা এখনও আমার প্রোফাইলে রয়েছে। ওই ছবির বিনিময়ে ওই লোকটা আমাকে ভিডিও সেক্স করার জন্য ব্ল্যাকমেইল করছিল। ভয় দেখিয়েছিল নইলে সে ছবিগুলো বলিউডের কিছু পেজে দিয়ে দেবে ও আমার কেরিয়ার শেষ করে দেবে। হ্যাঁ, সে আমাকে সাইবার ধর্ষণের (হ্যাঁ, এটাকে তাই বলে) জন্য ব্ল্যাকমেইল করছিল।’
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে প্রকাশ্যে দেবের ঐতিহাসিক ছবি ‘বাঘা যতীন’-এর টিজার, দেখুন VIDEO
উরফি আরও লেখেন, ‘এমন না শুধু এই লোকটার উপর আমি বিরক্ত। এর আগে গোরেগাঁও পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। ১৪ দিন হয়ে গেল কোনও স্টেপ নেওয়া হয়নি। আমি খুব খুব আশাহত। আমি মুম্বই পুলিশের ব্যাপারে কত ভালো কথা শুনেছিলাম। কিন্তু এই লোকটার উপর তাঁদের ব্যবহার আমাকে আশ্চর্য করেছে। এটা বলার পরেও যে লোকটা এই খারাপ ব্যবহার আরও কত মানুষের সঙ্গে করেছে। তাও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’
মহিলাদের সতর্ক করে দিয়ে উরফি এরপর লেখেন, ‘আপনাদের বলে দেই এই লোকটা সমাজের পক্ষে ক্ষতিকারক। এই লোকটার এভাবে খুলে বাঁচার অধিকার নেই। আমি জানি না পুলিশ এই লোকটার বিরুদ্ধে কী স্টেপ নেবে, তবে সবাইকে এটা বলে রাখি এই মানুষটা কিন্তু এখন পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে খুল্লামখুল্লা কাজ করছে।’