উরফি জাভেদ, সোশ্যাল মিডিয়ার দৌলতে এই নামটির সঙ্গে আজকাল অনেকেই পরিচিত। নিজের পোশাকের কারণে নিত্যদিনই আলোচনায় থাকেন উরফি। বেশকিছুদিন আগে চর্চায় উঠে এসেছিল তাঁর কালো রঙের থ্রি ডি বাটারফ্লাই একটা ড্রেস। এখন শোনা যাচ্ছে, সেই পোশাকটি নাকি বেচে দিতে চলেছেন উরফি।
হ্যাঁ, ঠিকই শুনছেন। ভাবছেন নিশ্চয়, আজকাল উরফি নিজের জিডাইন করা ড্রেসও বেচছেন! শুধু বিক্রি করছেন, সেটা বিষয় নয়, কত দামে বিক্রি করছেন সেটাও আলোচ্য বিষয়। দাম শুনলে আপনারও চোখও কপালে উঠবে। উরফি তাঁর বিখ্যাত 3D বাটারফ্লাই ড্রেসটি ৩ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করছেন। এত দামে তাঁর ড্রেস বিক্রির খবরই এখন নেটদুনিয়ার আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
ইনস্টাগ্রামে উরফি নিজেই নিজের ড্রেস বিক্রির খবর, শেয়ার করে লিখেছেন, ‘হাই আমার প্রিয়জনরা, আমি আমার প্রজাপতির পোশাকটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি যা সবার খুব পছন্দ। এর মূল্য মাত্র- ৩ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা। আগ্রহীরা, দয়া করে DM করুন।’
নিজের এই পোস্টের সঙ্গে উরফি অফ-শোল্ডার নেকলাইন ডিজাইন করা, 3D ফুল দিয়ে সজানো ড্রেসটি ছবিও পোস্ট করেছেন। যেখানে অনেক কৃত্রিম প্রজাপতি লাগানো রয়েছে। পোশাকের সঙ্গে মিলিয়ে উরফি ছোট্ট একটা দুল, নেকলেস পরেছিলেন। মেকআপে স্মোকি আইশ্যাডো, ব্লাশঅন করা গাল এবং গোলাপী লিপস্টিক নিজের লুক সম্পূর্ণ করেছিল। তার চুল ছিল খোঁপায় করে বাঁধা।
আরও পড়ুন-'আদৃত ভালো অভিনেতা বটে, তবে মানুষ হিসাবে...'! মিত্তির বাড়ির নায়ককে নিয়ে কী বললেন পারিজাত?
আরও পড়ুন-‘একদিন তুমি আমার মা হবে…', সেদিন সলমনের এই কথায় আমি হতভম্ব হয়ে যাই: দিয়া মির্জা
উরফির এই পোস্টে নেটিজেনরা কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। একজন মজা করে লিখেছেন, ‘বাস ৫০ ₹কম রহ গয়ে ওয়ার্না লে লেটা,’( শুধু ৫০ টাকা কম পড়ে গেছে, তাই কিনতে পারলাম না)। অন্য একজন প্রশ্ন করেছেন, ইসমে কালার অপশন হ্যায় কেয়া?' (এটায় কালার অপশন হবে কি?) কেউ কেউ বলেছেন, ‘দাম আলোচনা সাপেক্ষে একটু কম হবে কি?’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।