সোশ্যাল মিডিয়া তারকা উরফি জাভেদ। আতরঙ্গি পোশাকের কারণে চর্চায় থাকেন তিনি। ছবি, বস্তা, মিছরি, বিদ্যুতের তার, ব্লেড থেকে শুরু করে পাথর দিয়েও পোশাক তৈরি করে পরেছেন তিনি। সম্প্রতি তাঁর পোশাকের থিম ছিল ‘গ্যালাক্সি’।
এবার নতুন সাজে দেখা গেল উরফিকে। ঊর্ধাঙ্গে ফুল চিপকে, শরীর প্লাস্টিকে মুড়ে সামনে এসেছেন তিনি। সঙ্গে পরেছেন ডেনিম জিনস। ভিডিয়োতে ভারসাম্য বিঘ্নিত হয়ে পড়ে যেতে গিয়ে, ফের নিজেকে সামলে নেন উরফি। তবে তা উপেক্ষা করে নিজের খেয়ালে ব্যস্ত তিনি। নিজের পোশাকের ডিজাইন মূলত নিজেই করেন উরফি। এই পোশাকেও নিজের সাহসিকতার ছোঁয়া দিয়েছেন তিনি। আরও পড়ুন: সিদ্ধার্থ শুক্লা থেকে সুশান্ত, মৃত্যুর পর এই তারকাদের সম্পত্তি দানছত্রে গিয়েছে!
উরফির এই ভিডিওতে ভক্তরা প্রচুর মন্তব্য করছেন। কেউ বলছে যে আপনি সবসময় আপনার সৃজনশীলতা দিয়ে অবাক করেন। কেউ বলছে যে এমন কিছু নেই যা দিয়ে আপনি সাজাতে পারবেন না। দেখুন উরফির নতুন সাজের ভিডিয়ো-
উরফি এর আগে গণেশ চতুর্থীতে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। তাঁকে ভগবান গণেশের স্তোত্র গাইতে দেখা গিয়েছে সেখানে।
ধীরে ধীরে উরফির জনপ্রিয়তা বাড়ছে। ভক্ত থেকে সেলিব্রিটিরা এখন উরফির সম্পর্কে জানেন। অভিনেতা রণবীর সিং ‘কফি উইথ করণে’র কাউচে বসে উরফিকে ফ্যাশন আইকন বলে অভিহিত করেছেন। আরও পড়ুন: সিদ্ধার্থের প্রথম মৃত্যুবার্ষিকী, প্রার্থনা সভার আয়োজন মা এবং দিদিদের
কয়েকদিন আগে এক ব্যক্তির কাছ থেকে হুমকি পেয়েছিলেন উরফি, তারপর ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এই সোশ্যাল মিডিয়া স্টার। অভিযোগের ভিত্তিতে পুলিশ অবোদে আফ্রিদি (Obode Afridi) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। হেনস্থাকারী শ্রীঘরে যাওয়ায় স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিনেত্রী। সম্প্রতি উরফি বলেছেন, পোশাকের কারণে অনেক সময় হুমকি পান তিনি। কখনও খুন আবার কখনো ধর্ষণের মতো হুমকি পান। আরও পড়ুন: ‘পেটটা আগের মতো নেই…’, সন্তান জন্মের পর প্রসবোত্তর পেটের ছবি শেয়ার করলেন সোনম
ওটিটি বিগ বগ খ্যাত এই প্রতিযোগীর ফ্যাশন নিয়ে যেমন বিতর্ক আছে, তেমন চর্চাও আছে। বর্তমানে বহু বলিউড নায়িকার থেকে সোশ্যাল মিডিয়ায় দর বেশি উরফি জাভেদের।