উরফি জাভেদের পোশাক দেখে চোখ ছানাবড়া হল ভক্তদের! কীভাবে বানালেন এটা, তা নিয়েই এখন চর্চা চলছে।
1/5উরফি জাভেদের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে চর্চার শেষ নেই। প্রায় রোজই এমন এমন পোশাকে হাজির হন কন্যে, যে মাথা ঘুরে যায় আমজনতার! সোশ্যাল মিডিয়ায় তাই আজকাল বেশ ট্রেন্ড করেন উরফি। তবে এবার যে পোশাকে দেখা দিলেন তা যেন অবিশ্বাস্য। (ছবি-বারিন্দর চাওলা)
2/5গোলাপি রঙের প্লাস্টিক দিয়ে বুক ঢাকার একটুকরো টপ বানিয়ে নিয়েছেন উরফি। যা পিঠের সাথে দড়ি দিয়ে বাঁধা। সাথে সাদা জিন্স। মিডিয়ার সামনে হেঁটে পোজ দিতে দেখা গেল ‘বিগ বস ওটিটি’-র এই প্রতিযোগীকে।
3/5উরফির এই পোশাক নিয়ে হল খুব কটাক্ষ! সাথে বুকের কাছে ঠিক কী বেঁধেছেন তিনি তা নিয়েও হল চর্চা। কারও দাবি, প্লাস্টিকের বালিশ এটা। তো কেউ বললেন, বাচ্চাদের সাঁতার কাটার ফ্লোটার্স নাকি এটা।
4/5পরে নিজের ইনস্টা স্টোরিতে উরফিকে বলতে শোনা গেল, এই পোশাক তিনি নিজেই ডিজাইন করেছেন। উরফির কথায়, ‘এই তো দিনকয়েক আগেই আমি বলেছিলাম আমি ইচ্ছে হলে তাওয়াতে সেঁকে আমার কাপড় বানাব, আমার ইচ্ছে। এটা শুধু প্লাস্টিক, শুধু পাশগুলো আমি পুড়িয়ে নিয়েছি।’
5/5২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। এরপর একাধিক মেগায় তাঁকে দেখা মিললেও আসল জনপ্রিয়তা আসে ‘বিগ বস ওটিটি’ দিয়ে। যেখানে মাত্র সপ্তাহখানেক ছিলেন তিনি। তারপর থেকেই সামনে আসতে থাকেন অতরঙ্গি পোশাকে।