বাংলা নিউজ > বায়োস্কোপ > Uorfi Javed new pictures: চোখ-মুখ ফুলে ঢোল! সৌন্দর্য বাড়াতে গিয়ে এ কী হাল উরফির!

Uorfi Javed new pictures: চোখ-মুখ ফুলে ঢোল! সৌন্দর্য বাড়াতে গিয়ে এ কী হাল উরফির!

উরফির ছবি দেখে শিউরে উঠল নেটপাড়া

Uorfi Javed new pictures: সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করলেন উরফি জাভেদ। কিন্তু এ কী অবস্থা হয়েছে তাঁর! গোটা মুখ জুড়ে যেন অসংখ্য বোলতা হুল ফুটিয়ে গিয়েছে। কী হয়েছে তাঁর আসলে?

সোমবার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করলেন উরফি জাভেদ। কিন্তু এ কী অবস্থা হয়েছে তাঁর! তাঁর সমস্ত অনুরাগীরা সেই ছবি দেখে রীতিমত চমকে উঠেছেন। আবারও কি তিনি চর্মরোগের শিকার হলেন? নাকি অ্যালার্জি হল তাঁর? কিন্তু কী থেকে তাঁর বারবার এমনটা হচ্ছে, কেনই বা হচ্ছে সেটা অবশ্য খোলসা করে বলছেন না উরফি।

এই সোশ্যাল মিডিয়া তারকার পোস্ট করা ছবিতে দেখা যায় তাঁর দুই চোখের নিচে গভীর কালি পড়ে গিয়েছে। মুখ চোখ ফুলে পুরো ঢোল! ইনিই যে সকলের সুন্দরী, হট, সিজলিং উরফি সেটা ছবি দেখা চেনা দায়! তাঁর গোটা মুখে যেন অসংখ্য বোলতা একসঙ্গে হুল ফুটিয়ে দিয়েছে। মুখের সঙ্গে ফুলে গিয়েছে ঠোঁটও।

উরফি যে ছবি পোস্ট করেছেন সেখানে তাঁর পরনে রয়েছে একটি হুডি। মাস্ক নামিয়ে তিনি ছবি তুলেছেন। মুখের এই ভয়ঙ্কর অবস্থা হওয়া সত্বেও তাঁর ঠোঁটে হাসি লেগে রয়েছে। যদিও ছবি দেখেই বেশ বোঝা যাচ্ছে যে তাঁর কষ্ট হচ্ছে। যন্ত্রণা সইতে হচ্ছে তাঁকে।

এই ছবি পোস্ট করে টুইটারে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লেখেন, 'কী করে হল এসব, জানি না। অ্যালার্জি বেরোলে আমাকে কি চেনা যায়?' তাঁর এই পোস্টে অনেকেই তাঁকে তাঁর স্বাস্থ্যর বিষয় নিয়ে নানা প্রশ্ন করেছেন। আবার কিছু মানুষকে বিদ্রুপ করতেও দেখা যায়। তবে এটাই প্রথমবার নয়। এর কিছুদিন আগেই অভিনেত্রীর সারা গায়ে মুখে অ্যালার্জি বেরিয়েছিল। সকলের সঙ্গে সেই ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। যদিও সেবার তিনি ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী মশকরা করে লেখেন, 'পোশাক পরলেই আমার অ্যালার্জি হয়। তাই না পরার পক্ষপাতী।' গতবারের সেই কথা এক ব্যক্তি তাঁকে মনে করিয়ে দিলেন এবার। তিনি কমেন্টে লেখেন, 'কোনও ভাবে কি বেশি জামা কাপড় পরে নিয়েছিলেন?'

মাঝে শোনা যাচ্ছিল এই মডেল তথা অভিনেত্রী নাকি তাঁর সৌন্দর্য বাড়ানোর জন্য নানা ট্রিটমেন্ট করছেন। তাঁর কিছু ছবি দেখে অনেকেই জল্পনা করছেন যে তিনি তাঁর চোখের নিচের অংশ এবং ঠোঁট ভরাট করতে ফিলার ইনজেকশন নিয়েছেন। আর সেই সৌন্দর্য বাড়াতে গিয়েই তাঁর নাকি বারবার অ্যালার্জি হচ্ছে। কিন্তু এই বিষয়ে মুখ একদম কুলুপ এঁটেছেন উরফি।

বন্ধ করুন