তাঁর নামে কেউ খারাপ কথা বললে, চুপ করে থাকেন না উরফি জাভেদ। তাঁর বিরুদ্ধে যাঁরা মন্তব্য করেন, তাঁদের মুখের উপর জবাব দেওয়ার নজির বারবার পাওয়া গিয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বিখ্যাত লেখক চেতন ভগত উরফি সম্পর্কে বলেছেন, ‘দেশের তরুণরা তাঁর ছবি দেখার জন্য ইন্টারনেট ব্যবহার করছে। অল্পবয়সী ছেলেমেয়েরা বিছানায় লুকিয়ে ইনস্টাগ্রামে তাঁর রিল এবং ভিডিয়ো দেখেন।’ এই ঘটনার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। এমন পরিস্থিতিতে সবাই উরফির প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন এবং অবশেষে সেই প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে। এবার চেতনকে রীতিমতো একহাত নিয়েছেন উরফি।
শনিবার, চেতনকে লক্ষ্য করে উরফি লেখেন, ‘বন্ধুরা, ভুলে যাবেন না, ‘মিটু’ কাণ্ড চলাকালীন কত মহিলা তাঁর নামে অভিযোগ করেছিলেন।’ তিনি এক সংবাদসংস্থার নিবন্ধও শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছিল, ‘#MeToo আন্দোলনের সময়ে চেতনের হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে চেতন ভগত ক্ষমা চেয়েছেন’
তবে এখানে শেষ নয়, উরফি এর সঙ্গে লিখেছেন, ‘ওঁর মতো পুরুষরা নিজেদের ত্রুটি স্বীকার করার পরিবর্তে সর্বদা মহিলাদের দোষ দেবেন।’ উরফি এর সঙ্গে চেতন সম্পর্কে ‘বিকৃত মনের’ বলেও দাবি করেছেন।
চেতন ভগতের হোয়াটসঅ্যাপ মেসেজের ফাঁস হওয়া স্ক্রিনশট শেয়ার করে উরফি আরও বলেন, ‘ধর্ষণ সংস্কৃতি প্রচার করা বন্ধ করুন, আপনি অসুস্থ। পুরুষদের আচরণের জন্য মহিলাদের পোশাককে দায়ী করা ব্যক্তি চেতন ভগত।’ এর পরে তিনি লেখেন, ‘বিপরীত লিঙ্গকে দোষারোপ না করে, নিজের দোষ স্বীকার করুন। আমি নই, আপনার মতো লোকেরা যুব সমাজকে বিভ্রান্ত করছে।’

পুরো বিতর্কের সূত্রপাত হয়েছিল, যখন একটি অনুষ্ঠানে চেতন ভগত বলেছিলেন, ‘উরফি জাভেদের ছবিতে কোটি কোটি লাইক রয়েছে। সীমান্তে দাঁড়িয়ে দেশরক্ষা করছেন দেশের একজন সৈনিক। তাঁর ছবিতে লাইক নেই। একজন যুবক বিছানায় ঢুকে উরফি জাভেদের ছবি দেখছে।’ সেখান থেকেই শউরু এই জটিলতা। এবার উরফি তাঁর জবাব দিলেন নিজস্ব কায়দায়।