বাংলা নিউজ > বায়োস্কোপ > Urfi Javed: স্কার্টের বদলে ঘড়ি ঝুলিয়ে সামনে এলেন উরফি! পোশাকে বোঝালেন সময়ের কত মূল্য

Urfi Javed: স্কার্টের বদলে ঘড়ি ঝুলিয়ে সামনে এলেন উরফি! পোশাকে বোঝালেন সময়ের কত মূল্য

উরফির নতুন পোশাক

Urfi Javed: বরাবরই সাহসী পোশাকের জন্য চর্চায় থাকেন উরফি। এবার ঘড়ি ঝোলানো পোশাক পরে সময়ের মূল্য বোঝাতে এলেন প্রাক্তন ওটিটি বিগ বস খ্যাত প্রতিযোগী।

উরফি জাভেদ মানেই, ফ্য়াশনে যেন কোনও নতুনত্ব দেখতে পায় অনুরাগীরা। কখনও মুখে ডিস্কো বল লাগিয়ে, আবার কখনও কাটা-ফাটা পোশাক পরে চর্চায় থাকেন তিনি। নানা কুরুচিকর ট্রোলের মাঝেও উরফি স্বমহিমায়। লাইমলাইটে থাকতে কী কী করতে হয়, তা ভালোভাবেই জানেন এই প্রাক্তন ওটিটি বিগ বস খ্যাত প্রতিযোগী।

মুম্বইয়ের পাপারাৎজিরা হামেশাই দৌড়াচ্ছেন উরফির পিছনে। বর্তমানে সোশ্যাল মিডিয়া সেনসেশন তিনি। নিজের অদ্ভূত ফ্যাশন সেন্সের জন্য হামেশাই থাকেন চর্চায়। তবে ফের একবার নতুন রূপে হাজির হলেন উরফি। হালকা রঙের টি-শার্ট পরেছেন। তবে চমক শেষ নয়। তাঁর পরনের স্কার্ট দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনের। ঘড়ি ঝোলানো পোশাক পরে সময়ের মূল্য বোঝাতে এলেন তিনি। আরও পড়ুন: Chakda Xpress: শ্যুটিং শেষ করলেন ‘চাকদা এক্সপ্রেস’-এর, ব্রিটেন থেকে ছবি শেয়ার করলেন অনুষ্কা

বিভিন্ন ধরনের ঘড়ি দিয়ে তৈরি স্বচ্ছ স্কার্ট পরেছেন উরফি। খোলা চুলে দুলকি চালে এগিয়ে আসছেন। কখনও অন্তর্বাস না পরে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলের মুখে পড়েন উরফি, তো কখনও দড়ি কিংবা প্ল্যাস্টিকের পোশাক পরে চমকে দেন। নির্লজ্জ পোশাকে উরফিকে দেখে মাঝেমধ্যেই ক্ষোভ উগরে দেন নেটদুনিয়ার বাসিন্দারা। উরফিকে এই পোশাকে দেখে রীতিমতো চমকে গিয়েছে নেটিজেন। আরও পড়ুন: God Father Hindi Trailer: একফ্রেমে চিরঞ্জীবী-সলমন, অ্যাকশনে ভরপুর ‘গডফাদার’-এর ট্রেলার

বিগ বস ওটিটি থেকে লাইমলাইটে আসা অভিনেত্রী এবং ফ্যাশন ডিভা উরফি জাভেদ। তাঁর এই নতুন ভিডিয়ো ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘মানিতে মাগে হিথে’র হিন্দি ভার্সন। সব মিলিয়ে ফের একবার নেটিজেনকে অবাক করেছেন এই সোশ্যাল মিডিয়া তারকা।

বন্ধ করুন