‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে এল বড় মোড়। ইতিমধ্যেই অনেকেই জেনে গিয়েছেন অভিনয় থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন মিশমি ওরফে ‘রিনি’। তাই ধারাবাহিকে তাঁর চরিত্রটিও সরছে এবার। ওদিকে, ‘এই পথ যদি না শেষ হয়’তেও দেখা গিয়েছিল সরকার বাড়ির সকলের সামনে রিনির মুখোশ খুলে দেওয়ার চেষ্টা চালিয়েও বারবার ব্যর্থ হতে হচ্ছে ঊর্মিকে। এদিকে শেষ হচ্ছে তাঁর শ্বশুরঘরে থাকার মেয়াদ!
ভাবছেন কীভাবে হল পরদা ফাঁস? উর্মির ঘরে ঢুকে নিজের কীর্তিকলাপের ব্যাপারে বরাই করছিল রিনি। আর তখনই মোবাইল ফোনে সমস্ত কিছু রেকর্ড করে নেয় ঊর্মি। আর যখন পাড়া ও পরিবারের সবাই নতুন টিভিতে খেলা দেখতে বসে চালিয়ে দেয় সেই ভিডিয়ো। বিয়ের আগে থেকে কীভাবে রিনি পদে পদে বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে ঊর্মিকে ফাঁস হয় সব।
ঊর্মি বাড়ির সকলকে জানিয়ে দেয়, টুকাইয়ের নামে মিথ্যে বয়ান দেওয়ার ভয় দেখিয়ে কীভাবে সে ঊর্মিকে রাজি করিয়েছিল বাড়ি ছেড়ে, সাত্যকির জীবন ছেড়ে চলে যেতে। শুধু তাই নয়, মউও জানিয়ে দেয় তাজপুরে বালিয়ারি থেকে ধাক্কা দিয়ে ফেলে ঊর্মিকে মেরে ফেলার চেষ্টাও চালিয়েছিল রিনি। শুনে তাজ্জব হয়ে যায় সকলে!
যদিও রিনির দাবি সে যা করেছে টুকাইকে পেতে করেছে। বাড়ির সকলের সামনেই সে টুকাইয়ের প্রতি নিজের ভালোবাসা জাহির করে। এমনকী, টুকাইকে বলতেও শোনা যায়, ‘তুমি আমায় ব্যবহার করেছ’। পায়ে ধরে অনুরোধ করতে থাকে টুকাইয়ের, যাতে সে নিজের থেকে ওকে আলাদা করে না দেয়।
সবাই যখন রিনিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ঊর্মির গলা চেপে ধরে খুন করার চেষ্টা করে। আর তখনই এগিয়ে আসে টুকাই ওরফে সাত্যকি। কষে থাপ্পড় মারে রিনিকে। ঊর্মিকে জড়িয়ে ধরে বলে, ‘তোর এত বড় সাহস আমার বউয়ের গায়ে হাত তুলিস?’
দর্শক খুব খুশি ‘ডাইনি’ রিনির পর্দা ফাঁস হওয়ায়। তবে, তাঁরাও চান না এখনই ধারাবাহিক ছেড়ে চলে যাক রিনি। বরং চান এবার রিনি বরং ঊর্মির মায়ের নোংরা মুখোসটা টেনে খুলে দিক। রিনির ভালো হওয়াও দেখতে চান দর্শক।