বাংলা নিউজ > বায়োস্কোপ > খারাপ TRP! মাত্র ১০ মাসে শেষ হচ্ছে জি বাংলার এই ধারাবাহিক, বদলে কে আসছে?

খারাপ TRP! মাত্র ১০ মাসে শেষ হচ্ছে জি বাংলার এই ধারাবাহিক, বদলে কে আসছে?

শেষ হচ্ছে জি বাংলার উড়ন তুবড়ি। 

স্টার জলসা আর জি বাংলায় এখন একের পর এক ধারাবাহিক শেষ করে নতুন গল্প নিয়ে আসা হচ্ছে। এবারে কপাল পুড়ল কার, দেখুন…

টিআরপির টক্কর ধরে রাখতে প্রায় প্রতি মাসেই নিত্য নতুন ধারাবাহিক আসছে জি বাংলা আর স্টার জলসাতে। ফলত সবে শুরু হওয়া ধারাবাহিক থেকে শুরু করে হিট মেগা পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। এই নিয়ে দর্শকদের একটা অংশ ক্রমাগত ক্ষোভ প্রকাশ করে চলেছে। এবার টলিপাড়ার খবর মাত্র ১০ মাসের মাথায় বন্ধ হচ্ছে জি বাংলার আরও এক ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’। জি-তে এই নিয়ে পরপর শেষ হল ধারাবাহিক। যেই তালিকায় নাম আছে এই পথ যদি না শেষ হয়, লালকুঠির। 

কোন সিরিয়াল এসে ‘উড়ন তুবড়ি’-কে রিপ্লেস করবে তা এখনও নিশ্চিত নয়। তবে একগুচ্ছ নতুন মেগা আছে জি-র হাতে। তারমধ্যে কোনও একটাকেই হয়তো ব্যবহার করা হবে। শ্রুতি দাস ও গৌরব রায় চৌধুরীর রাঙা বঙ রিপ্লেস করার কথা রয়েছে এই পথ যদি না শেষ হয়কে। যদিও এখনও চ্যানেলের তরফে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আছে স্বস্তিকা দত্তের ‘তোমার খোলা হাওয়া’ আর অরুণিমা-ঋত্বিকের ‘মন দিতে চাই’। এই দুটির মধ্যে কোনও একটিই হয়তো ‘উড়ন তুবড়ি’ বন্ধ হওয়ার কারণ হবে। 

উড়ন তুবড়ি-র বন্ধ হয়ে যাওয়ার খবরে শিলমোহর দিয়েছে তুবড়ি অর্থাৎ সোহিনী বন্দ্যোপাধ্যায়ও। জানিয়েছেন, ‘হ্যাঁ, শুনেছি শেষ হওয়ার কথা। কিন্তু কবে শেষ দিনের শুটিং কবে, তা বলতে পারব না।’

এদিকে স্টার জলসার তরফে বুধবার হঠাৎই তাঁদের নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম ঘোষণা করা হয় রাত সাড়ে আটটার স্লটে। যেখানে চলছিল ‘ধুলোকণা’। তিন সপ্তাহ আগেও এই ধারাবাহিক ছিল বেঙ্গল টপার। তবে গত সপ্তাহে নতুন শুরু হওয়া নিম ফুলের মধু স্লট পেয়েছিল। নম্বরও ছিল ধুলোকণার থেকে অনেকটা বেশি। অনেকেই মনে করছেন সেই কারণেই চ্যানেলের এই সিদ্ধান্ত। পল্লবী শর্মার নিম ফুলের মধুকে স্টার জলসা টক্কর দিতে চাইছে নীল-তিয়াসার বাংলা মিডিয়াম দিয়ে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

শ্রদ্ধার সামনে হার শাহরুখের! ভারতে জওয়ানের আয়কে ছাপিয়ে ইতিহাস গড়ল স্ত্রী ২ দুর্গাপুজোর উদ্বোধনে এবারেও কলকাতায় আসছেন অমিত শাহ!‌ কবে থাকছে বঙ্গ সফর?‌ 'বন্যা পরিস্থিতি অনেক জেলায়....', জুনিয়র ডাক্তারদের বৈঠকের আর্জিতে জবাব রাজ্যের চন্দ্রগ্রহণ কি পুরোপুরি কেটে গিয়েছে? বাকি দিন জুড়ে কেমন প্রভাব থাকবে ‘পেট ভরে না…’! স্ত্রী ২ আয় করেছে ৫০০ কোটির উপরে, তাও কীসের আশঙ্কায় থাকেন পরিচালক হিসাব রাখেন শর্মিলা, ৮০০ কোটির পতৌদি প্যালেসের খরচ কমাতে কী করেন সইফ? জবাব সোহার ‘বিশ্বকাপ ফাইনালে স্কোরবোর্ড না দেখেই ব্যাট করতে নেমেছিলাম’! স্মৃতিচারণায় অক্ষর… ফের মৌসুমীকে কড়া কথা কুণালের! কেন বললেন, 'হাত জোড় করে ক্ষমা চান' আগামী সপ্তাহেই মোদীর সঙ্গে দেখা করবেন, দাবি ট্রাম্পের 'তালিবানপন্থীদের রমরমা'য় লাঞ্ছিত বাংলার নারী! মালদায় মহিলাকে মার, তোপ শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.