দিন কয়েক আগেই শোনা গিয়েছিল জি বাংলায় আসছে তিন বোনের গল্প নিয়ে নতুন ধারাবাহিক। সেই জল্পনাতেই শিলমোহর পড়ে গেল বৃহস্পতিবার।প্রকাস্যে এল জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’র প্রথম প্রোমো। বেশ অদ্ভূত নাম এই সিরিয়ালের। ইতিমধ্যেই নাম দিয়ে জমিয়ে ট্রোলিংও শুরু হয়ে গিয়েছে ফেসবুকে।
টিআরপির দৌড়ে এগিয়ে যেতে জি বাংলার নতুন বাজি ‘উড়ন তুবড়ি’। প্রতিটি চ্যানেলে যেন হিড়িক পড়েছে নতুন ধারাবাহিক আসবার। গত মাসেই চ্যানেল লঞ্চ করেছে দুটি নতুন ধারাবাহিক- ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ও ‘গৌরী এলো’। এর মাঝেই আরও এক নতুন চমক। এই সিরিয়ালে তিন বোনের ভূমিকা থাকছে সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং সৌমি চট্টোপাধ্যায় এবং তাঁদের মায়ের চরিত্রে দেখা যাবে লাবণী সরকারকে।
কেমন হবে এই সিরিয়ালের গল্প? এই ধারাবাহিকের কেন্দ্রে থাকছে চপ শিল্পী, হ্যাঁ, ঠেলাগাড়িতে চপ ভেজে বিক্রি করেই দিন গুজরান হয় তুবড়ি ও তাঁর পরিবারের। তিন মেয়েকে আগলে বড় করছেন লাবণী সরকার। তাঁরা যেখানে ঠেলাগাড়ি দাঁড় করায় সেখানেই গাড়ি পার্ক করে এক ধনী পরিবার। সেটি সরানোর অনুরোধ জানাতে গিয়ে তুবড়ি দেখে গাড়ির ভিতর বসে রয়েছে তাঁর বাবা! এই চরিত্রে দেখা যাবে অভিজিত্ গুহ-কে এবং তাঁর সঙ্গী হিসাবে থাকছেন ঋ। নতুন বউকে পেয়ে নিজের সংসার ছেড়েছে তুবড়ির বাবা। তা বুঝে নিতে অসুবিধা হয় না। কথাকাটাকাটির মাঝেই তুবড়ির ঠেলাগাড়িতে ধাক্কা মারে ঋ অভিনীত চরিত্র। টাল সামলাতে না পেরে পড়ে যান লাবণী এবং ইঁটে ঠুকে মাথায় চোট পান তিনি। এরপরই ইট ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে দেয় তুবড়ি।
আর মুখে বলে, ‘আমি ফুলঝুড়ি নই কালিপটকাও নই, আমি তুবড়ি। একবার জ্বললে সহজে নিভি না’। বাবা-মায়ের সম্পর্কের জটিলতা আর অভাবের সংসারে প্রতিদিনের জীবনযুদ্ধ, সেই গল্প নিয়েই আসছে ‘উড়ন তুবড়ি’।
এই সিরিয়ালে নায়কের ভূমিকায় কারা থাকছে তা এখনও স্পষ্ট নয়। কোন স্লটেই বা আসবে এই সিরিয়াল, সেই ইঙ্গিতও মেলেনি।