বাংলা নিউজ > বায়োস্কোপ > Urvashi Rautela-Rishabh Pant: রাতারাতি ভোলবদল উর্বশীর, ‘ক্ষমা’ নাকি পন্তের কাছে চাননি, ফের রেগে আগুন নায়িকা

Urvashi Rautela-Rishabh Pant: রাতারাতি ভোলবদল উর্বশীর, ‘ক্ষমা’ নাকি পন্তের কাছে চাননি, ফের রেগে আগুন নায়িকা

পন্তের কাছে ক্ষমা চাননি, ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়ে দিলেন উর্বশী। 

‘ক্ষমা’ পন্তের কাছে চাননি, চাঁচাছোলা ভাষায় সকলকে জানিয়ে দিলেন উর্বশী রাওতেলা। এদের ঝামেলা আর শেষ হওয়ার নাম নিচ্ছে না। 

ঋষভ পন্তের সঙ্গে বিতর্কের চক্করে খবরে আছেন উর্বশী রাওতেলা। সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে নিয়ে কটাক্ষ করেও মন ভরছে না যেন এই দুই তারকার। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে যখন পন্তের ব্যাপারে প্রশ্ন করা হয় তখন তিনি হঠাৎ বলেছিলেন, ‘আমি দুঃখিত। সত্যিই দুঃখিত’। যা দেখে অনেকেরই মনে হয়েছিল চর্চিত প্রাক্তন প্রেমিকের কাছে ক্ষমা চান উর্বশী। তবে সেই ভুল ভেঙে দিলেন ‘সনম রে’ অভিনেত্রী।

ফের একবার ইনস্টাগ্রাম স্টোরিই ভরসা। সবাই যখন ভাবছে উর্বশী ক্ষমা চেয়ে নিয়েছেন পন্তের কাছে, তখন এল এটি। অভিনেত্রী লিখলেন, ‘বর্তমান সময়ে অফিসিয়াল নিউজ আর্টিকেল আর মিম পেজগুলি সিনেমা বা টিভি শো-র থেকেও বেশি স্ক্রিপ্টেড!!! ওই সরিটা আমার ফ্যান আর ভালোবাসার মানুষদের জন্য ছিল, যে আমি কিছুই বলতে চাই না।’

সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন উর্বশী

ঋষভের ব্যাপারে প্রশ্ন করা হলে অভিনেত্রী প্রথমে বলেন, ‘কোনও ফালতু কথা বলব না। শুধু প্রশ্নের সোজা উত্তর দেব। তাই অহেতুক কোনও মন্তব্য করব না।’ আর ‘প্রাক্তন’কে কোনও বার্তা দিতে চান এর উত্তরে জবাব আসে, ‘আসলে কিছুই বলতে চাই না। আমি দুঃখিত। সত্যিই দুঃখিত।’

কী নিয়ে ঝামেলা পন্ত আর উর্বশীর?

দিল্লির এক হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন উর্বশী। এদিকে তিনি সেখানে গিয়েছিলেন পন্ত-এর অনুরোধে। তিনি ১৩-১৪টা ফোন করলেও ধরেনি ‘ক্রিকেটার-প্রেমিক’। নাম না নিলেও এই পুরো ব্যাপারটা উর্বশী বলেছিলেন এক সাক্ষাৎকারে। শুধু সেই ব্যক্তিকে 'আরপি' বলে সম্বোধন করেন। তার থেকে দুয়ে দুয়ে চার করতে কারওরই কোনও সমস্যা হয়নি।

উর্বশী এই সাক্ষাৎকার দেওয়ার পর পন্ত তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, ‘একটু খ্যাতি পাওয়ার জন্য কেউ কীভাবে মিথ্যে সাক্ষাৎকার দিতে পারে, দেখলে অবাক লাগে।’

আর জবাবে অভিনেত্রী লেখেন, ‘ছোটু ভাইয়া তুমি ব্যাট বলই খেল। আমি কোনও মুন্নি নই যে তোমার মতো একটা বাচ্চা ছেলের জন্য বদনাম হব। চুপ করে থাকা কোনও মেয়ের সুযোগ নিতে এস না।’ এখানেও থেমে থাকেননি। আরও কত স্টোরি যে একে-অপরকে কটাক্ষ করে দিয়েছেন… এভাবে ঝগড়ার শুরু একসময় একসঙ্গে রাত পার্টিতে মজে থাকা দুই তারকার। কোথায় গিয়ে থামবে তা স্বয়ং তাঁরাই জানেন!

 

বন্ধ করুন