বাংলা নিউজ > বায়োস্কোপ > Urvashi-Rishabh: ‘উর্বশীকে রাউতেলাকে ছাড়ব না..’, প্রকাশ্যে হুমকি পন্ত ভক্তের! রেগে কাঁই নায়িকা

Urvashi-Rishabh: ‘উর্বশীকে রাউতেলাকে ছাড়ব না..’, প্রকাশ্যে হুমকি পন্ত ভক্তের! রেগে কাঁই নায়িকা

উর্বশীকে হুমকি 

Urvashi Rautela: আইপিএল ম্যাচ চলাকালীন উর্বশীকে হুমকি, নায়িকা ক্ষুব্ধ ঋষভ ভক্তের ভিডিয়ো দেখে! যদিও তাঁর রাগের কারণ আপনাকে অবাক করবে!

বিতর্ক যেন পিছু ছাড়ে না উর্বশী রাউতেলার। ঋষভ পন্তকে ঘিরে নায়িকার কন্ট্রোভার্সিতে জড়ানোর অভ্যাস বহু পুরোনো। ফের একবার সংবাদ শিরোনামে চর্চিত ‘প্রাক্তন জুটি’র সম্পর্ক। মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় লম্বা কাদা ছোড়াছুড়ির পর্ব চলছে দুই তারকার মধ্যে। গত কয়েক মাস ধরে উর্বশীকে নিয়ে একদম চুপ ঋষভ। কিন্তু থেমে নেই নায়িকা! নানান সময়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে চর্চায় উঠে আসেন, তো তখনও প্রকাশ্যে ঋষভ পন্তকে নিয়ে মন্তব্য করে বসেন। এবার ঋষভ পন্ত ভক্তের জন্য চর্চায় ‘সনম রে’ নায়িকা।

প্রকাশ্যে উর্বশী রাউতেলাকে হুমকি দিলেন ঋষভ পন্ত ভক্ত। গত ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার পন্ত আপতত ক্রিকেট থেকে দূরে রয়েছেন, তবে নিজের দল দিল্লি ক্য়াপিটালসের হয়ে গলা ফাটাতে ভোলেননি। সম্প্রতি আইপিএলে দিল্লির ম্যাচ চলাকালীন এক ভক্তের কাণ্ডে তাজ্জব নেটপাড়া। বাউন্ডারি লাইনে দাঁড়ানো অক্ষর প্যাটেলকে লক্ষ্য করে এক পন্ত ভক্ত বলেন, ‘ঋষভকে বলে দেবে আমরা ওর সঙ্গে আছি। উর্বশী রাউতেলাকে আমরা ছাড়ব না’। সেলফি মুডে ওই ভক্ত ভিডিয়োটি রেকর্ড করছিলেন। এই হুমকি ভিডিয়ো নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। উর্বশীর নজর এড়ায়নি সেটি, যা দেখে ক্ষুব্ধ অভিনেত্রী।

কিন্তু অভিনেত্রীর রাগের কারণ আপনাকে অবাক করবে। পন্তকে ঘিরে মেলা হুমকি নিয়ে মন্তব্য করেনি নায়িকা। বরং তিনি ক্ষুব্ধ তাঁর পদবি খুব ভুল উচ্চারণ শুনে। উর্বশী লেখেন, ‘আমার পদবিটা এমন নৃশংসভাবে খুন করো না, আমার কাছে ওটা খুব দামী। শব্দের নির্দিষ্ট মানে হয়, পদবির মধ্যে অনেক ক্ষমতা আর আর্শীবাদ থাকে’। খুবই বুদ্ধিমত্তার সঙ্গে ভাইরাল ভিডিয়োটি এডিট করেছেন নায়িকা। ঋষভ পন্তের নাম যেখানে রয়েছে, তা এডিট করে দিয়েছেন উর্বশী।

নায়িকার এই কাণ্ড দেখে অনেকের মনেই প্রশ্ন, শুধু পদবি ভুল উচ্চারণ করেছে বলেই এত কাণ্ড ঘটালেন উর্বশী, নাকি ঋষভ পন্তের সঙ্গে নিজের নাম জড়িয়ে ফের বিতর্কের আগুনে ঘি ঢালার চেষ্টা করলেন?

২০১৮-১৯ সাল নাগাদ উর্বশী-ঋষভের প্রেমের চর্চা মাথাচাড়া দিয়েছিল, তারপর অনেক জল বয়ে গিয়েছে। গত বছর এক সাক্ষাৎকারে উর্বশী এক বেফাঁস মন্তব্য করে বসেন। জানান, দিল্লির হোটেল রুমের বাইরে ঘন্টার পর ঘন্টা তাঁর জন্য অপেক্ষা করত ‘আরপি’। নায়িকা কারুর নাম না বললেও তাঁর ইশারা যে ঋষভ পন্তের দিকেই ছিল, এমনটাই ধারণা হয় সকলের। সেই নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি শুরু হয় দুই তারকার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ঋষভ কারুর নাম না করে লেখেন, ‘ফেম পেতে সাক্ষাৎকারে মিথ্যা বলা বন্ধ করা উচিত’। সঙ্গে হ্যাশট্য়াগে ‘মেরা পিছা ছোড়দে বহেন’ পর্যন্ত লেখেন ঋষভ পন্ত।

গত বছর ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হন ভারতের তারকা উইকেটকিপার। দুর্ঘটনার পর ইনিয়ে-বিনিয়ে হোক বা সরাসারি চিন্তা জাহির করে ট্রোলড হয়েছিলেন উর্বশী। গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে নায়িকাকে বলতে শোনা যায়, ‘ঋষভ আমাদের দেশের সম্পদ। আমাদের গর্ব ঋষভ পন্ত। আমার প্রার্থনা ওঁনার সঙ্গে আছে’।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সীমান্তে মেরামতের সময় আফগানি হামলা, পালটা গুলি চালাল পাক সেনা, নিহত বেশ কয়েকজন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট! টি২০ বিশ্বকাপে ভারতের দ্রুততম ফিফটির মালিক হরমনপ্রীত… স্বপ্নের ক্যাচ নিলেন পরিবর্ত প্লেয়ার রাধা, মেডেল পেয়েই লজ্জায় ঢাকলেন মুখ ‘বাচ্চার জন্য আমার কোন ডায়াপার…’, শ্রেয়া ফোন লাগায় সোজা সুনিধিকে, তারপর? জারি অনশন, অবস্থান লালবাজারের সামনে, সপ্তমীর শহরে বাড়ল আন্দোলনের ঝাঁঝ প্রতিদিন বিক্রি করছেন ৯,৩০০ টাকার বড়া পাও , জানুন তাঁর রোজনামচা চলতি আর্থিক বছরে ৬০০টি নতুন শাখা খুলবে SBI, জানালেন চেয়ারম্যান ৯.৫ শতাংশ বেতন বৃদ্ধি হবে পরের বছর! কর্মীদের জন্য সুখবর ১০৬ টি পুজো পেল বিশ্ব বাংলা শারদ সম্মান, সেরা পুজোর খেতাব জিতল কারা? ‘ঈশ্বর সুন্দর মানুষ তৈরি বন্ধ করেছেন,’ রতন টাটার কোন ছবি দেখে বলেছিল নেটপাড়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.