ট্রোল হওয়া উর্বশী রাউতেলার কাছে নিত্যদিনের বিষয়। সস্প্রতি 'ডাকু মহারাজ' ছবিতে ৬৮ বছরের অভিনেতার সঙ্গে অভিনয় করে তীব্র ট্রোলের মুখে পড়েন। আবার সইফ আলি খানের উপর হামলায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করতে গিয়ে নিজের হিরে বসানো ঘড়ি দেখিয়ে বসেন। ব্যাস ওমনি শুরু হয় ট্রোলিং। এই সমালোচনায় অনেকেই উর্বশীকে ‘Beauty With No Brain’ (সুন্দরী অথচ বুদ্ধি এক্কেবারেই নেই) বলেও কটাক্ষ করে বসেন।
সম্প্রতি এই নিন্দেরই জবাব দিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। ঠিক কী বলেছেন অভিনেত্রী?
ট্রোলিং নিয়ে সংবাদমাধ্যমকে উর্বশী বলেন, ‘বিষয়টি হল, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দুই জনপ্রিয় তারকা শাহরুখ কিংবা সলমন, এদেরকেও লোকে কটাক্ষ করতে ছাড়েন না, তাহলেই বলুন কী আর করা যাবে!’
দেখুন ঠিক কী বলেছেন উর্বশী! নিজের লিঙ্কে ক্লিক করুন…
এই ভিডিয়োর নিচে এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘উনি কোনওভাবেই নিজেকে নরেন্দ্র মোদী কিংবা শাহরুখ বা সলমন খানেদের সঙ্গে তুলনা করেননি’। কারোর মন্তব্য, 'উনি একই সঙ্গে বিভ্রান্তিকর কিন্তু আইকনিক।' কারোর মন্তব্য, ‘কেউ কী ভীষণ বিভ্রান্তিকর হতে পারে!’
কিন্তু কেন এমন সমালোচনার মুখে পড়তে হয়েছে উর্বশীকে?
অতি এক সাক্ষাৎকারে উর্বশীকে সইফ আলি খানের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। আর তখন উর্বশী বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক’। একথা বলার পরই নিজের ছবি 'ডাকু মহারাজ' ও নিজের পাওয়া উপহার নিয়ে কথা বলতে শুরু করেন। বলেন, ‘ডাকু মহারাজ বর্তমানে বক্স অফিসে ১০৫ কোটি টাকা আয় করে ফেলেছে। এজন্য আমার মা আমাকে এই হীরাখচিত রোলেক্স ঘড়িটি উপহার দিয়েছেন, আর আমার বাবা আমাকে এই আঙুলে পরার ছোট্ট ঘড়িটি উপহার দিয়েছেন। তবে আমি এগুলি প্রকাশ্যেপরতে আত্মবিশ্বাসী বোধ করি না। কারণ আমাদের উপর যে কেউ আক্রমণ করতে পারে, নিরাপত্তাহীনতা রয়েছে। যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক।’
উর্বশীর এমন মন্তব্যের পরই তাঁর উপর বেজায় বিরক্ত হন নেটিজেনরা। অনেকেই লেখেন, ‘উর্বশী হামলা নিয়ে কথা বলার থেকে তাঁর দাবি উপহার দেখাতে বেশি আগ্রহী।’ সমালোচনা করে অনেকেই অভিনেত্রীর প্রসঙ্গে লেখেন, ‘Beauty With No Brain’। আর এভাবেই তীব্র ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। পরে যদিও সেই ঘটনার জেরেই এবার ক্ষমা চেয়ে নেন উর্বশী রাউতেলা।