ঊর্বশী রাউতেলা এমন একজন অভিনেত্রী যিনি অভিনয়ের মাধ্যমে তেমন প্রশংসা না পেলেও মাঝে মাঝেই বিতর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন আগেই সইফ আলি খানকে নিয়ে মন্তব্য করার কারণে বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। এবার তাঁর অভিনীত একটি সিনেমার পোস্টার থেকে বাদ পড়ে গেলেন তিনি নিজেই।
আগামী ২১ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তেলেগু সিনেমা ডাকু মহারাজ। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন নন্দামুরি বালকৃষ্ণ এবং ববি দেওল। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ঊর্বশী রাউতেলা।
আরও পড়ুন: ভাষা দিবসে প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা শোভনের, নতুন সাজে কোন চমক নিয়ে আসছে আমি বাংলায় গান গাই?
আরও পড়ুন: সর্দারজি ৩-এ এবার দিলজিতের সঙ্গে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির?
গত সপ্তাহের শেষের দিকে নেটফ্লিক্সে ইন্ডিয়া সাউথের X হ্যান্ডেলে ছবিটি পোস্টার ভাগ করে নেওয়া হয় সকলের সঙ্গে। ছবিটির পোস্টার পোস্ট করার প্রধান উদ্দেশ্য ছিল সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা। পোস্টারে বাকি অভিনেতা অভিনেত্রীদের দেখা গেলেও ঊর্বশীর অনুপস্থিতি বেশ হতাশ করেছে ভক্তদের।
ঊর্বশীকে পোস্টার থেকে বাদ দিয়ে দেওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে সম্প্রতি ঊর্বশী সইফ আলি খানকে নিয়ে মন্তব্য। সইফ হামলার কিছুদিন পরেই উর্বশী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ডাকু মহারাজ ইতিমধ্যেই বক্স অফিসে ১০৫ কোটি টাকা আয় করে ফেলেছে। আমার মা আমাকে এই সাফল্যের জন্য একটি হীরাখচিত রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন, আমার বাবা আমাকে আরও একটি ছোট্ট ঘড়ি উপহার দিয়েছেন। তবে এগুলি আমি প্রকাশ্যে পরতে দ্বিধাবোধ করবো না কারণ আমায় কেউ আক্রমণ করবে না বা আমি নিরাপত্তাহীনতায় ভুগব না।
ঊর্বশীর এই মন্তব্যের পর ভীষন ক্ষুব্ধ হয়েছিলেন নেট দুনিয়ার বাসিন্দারা। সকলের ক্ষোভের মুখে পড়ে তড়িঘড়ি অভিনেতার থেকে ক্ষমা চাইতে হয় উর্বশীকে। সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে সইফের উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, প্রিয় সইফ আলি খান স্যার, আশা করি আপনি ভালো আছেন। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা চেয়ে এই চিঠি লিখছি। আপনি যে পরিস্থিতির মধ্যে যাচ্ছেন সেই পরিস্থিতি সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। তাই আমি বিব্রত বোধ করছি। ডাকু মহারাজের সাফল্য এবং আমার পাওয়া উপহার নিয়ে আমি ডুবে ছিলাম তাই আপনার পরিস্থিতি আমি বুঝতে পারিনি। আমায় ক্ষমা করে দেবেন।
ঊর্বশীর এই ক্ষমা চাওয়া যে কোনও কাজে লাগেনি তা প্রমাণ হয়ে যায় ডাকু মহারাজের ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার আগে পোস্ট হওয়া পোস্টার দেখে। ঊর্বশীর অনুপস্থিতি দেখে এক ভক্ত লিখেছেন, আপনি বোধহয় প্রথম কোনও মহিলা যাকে সিনেমার পোস্টার থেকে সরিয়ে ফেলা হল। অন্য একজন লিখেছেন, এশিয়ার প্রথম মহিলা যিনি নিজের সিনেমার পোস্টার থেকে বাদ পড়েছেন।
আরও পড়ুন: ‘গুজবে কান দেবেন না’, গুলকান্দা টেলস বিতর্কে কী বললেন রাজ এবং ডিকে?
ঊর্বশীর অনুপস্থিতি নিয়ে মজা করে একজন লিখেছেন, এত তাড়াতাড়ি অধঃপতন আমি কারোও দেখিনি। অন্য একজন লিখেছেন, এটা তো ওই সিনেমাই না যার জন্য দুটো ঘড়ি পেয়েছিলেন উর্বশী।