বাংলা নিউজ > বায়োস্কোপ > Urvashi Rautela: 'বয়সে বড় মহিলাদের ধাওয়া', ঋষভের 'খোঁচা'র জবাব দিতে সময় নিলেন না উর্বশী

Urvashi Rautela: 'বয়সে বড় মহিলাদের ধাওয়া', ঋষভের 'খোঁচা'র জবাব দিতে সময় নিলেন না উর্বশী

ঋষভের কটাক্ষের জবাব দিলেন উর্বশী।

কিছু ক্ষণের মধ্যে আবার সেই স্টোরি মুছেও দেন ঋষভ। কিন্তু তত ক্ষণে সবটাই উর্বশীর জানা হয়ে গিয়েছে। প্রাক্তন প্রেমিকের এই প্রকাশ্য আক্রমণ তিনি মেনে নিতে পারেননি। বৃহস্পতিবার রাতেই একটি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী।

সম্পর্ক ভেঙেছে আগেই। তবে কাটেনি তিক্ততা। এ বার ঋষভ পন্থের 'খোঁচা'র জবাব দিলেন উর্বশী রওতেলা। বুঝিয়ে দিলেন প্রাক্তন প্রেমিক বুনো ওল হলে, তিনিও বাঘা তেঁতুল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, ঋষভের প্রসঙ্গ তুলেছিলেন বলিউড অভিনেত্রী। তিনি বলেন, নিউ দিল্লিতে এক ব্যক্তি হোটেল লবিতে বসে ঘণ্টার পর ঘণ্টা তাঁর জন্য অপেক্ষা করেছিলেন। পুরো নামটি প্রকাশ্যে না আনলেও ঘটনাটি বর্ণনা করতে গিয়ে সেই ব্যক্তিকে 'আরপি' বলে সম্বোধন করছিলেন উর্বশী। তাঁর কাছে সেই 'আরপি'-র পুরো নামটিও জানতে চাওয়া হয়। কিন্তু তিনি হেসে উত্তর দেন, 'পুরো নামটি বলব না'। কিন্তু তিনি যে ঋষভের কথা বলছিলেন, তা বুঝে নিতে খুব সমস্যা হয় না।

এর পরেই উর্বশীকে উদ্দেশ্য করে একটি ইনস্টাগ্রাম স্টোরি দেন ঋষভ। লেখেন, 'মানুষ একটু জনপ্রিয়তা আর শিরোনামে আসার জন্য কী না করে! নামডাকের জন্য এই লোভ দেখে কষ্ট হয়। ঈশ্বর ওদের মঙ্গল করুন'। এখানেই থেমে যাননি তিনি। হ্যাশট্যাগ দিয়ে লেখেন, 'মেরা পিছা ছোড়ো বহেন'। বাংলায় যার অনুবাদ করলে দাঁড়ায়, 'আমার পিছু ছাড়ো বোন'। ঋষভকে ‘কুগার হান্টার’ বলে খোঁচা দেন তিনি। অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, তাঁর প্রাক্তন প্রেমিক বয়সে বড় মহিলাদের প্রতি দুর্বল। 

উর্বশীর ইনস্টাগ্রাম স্টোরি।
উর্বশীর ইনস্টাগ্রাম স্টোরি।

(আরও পড়ুন: উর্বশী নাকি ঋষভের ‘বোন’! 'আমার পিছু ছাড়ো’ লিখেই ডিলিট করলেন কেন ক্রিকেটার)

 

কিছু ক্ষণের মধ্যে আবার সেই স্টোরি মুছেও দেন ঋষভ। কিন্তু তত ক্ষণে সবটাই উর্বশীর জানা হয়ে গিয়েছে। প্রাক্তন প্রেমিকের এই প্রকাশ্য আক্রমণ তিনি মেনে নিতে পারেননি। বৃহস্পতিবার রাতেই একটি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, 'ছোটু ভাইয়ার ব্যাট বল খেলা উচিত। আমি কোনও মুন্নি নই যে তোমার মতো একটা বাচ্চা ছেলের জন্য বদনাম হতে আসব।' এর পর হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, 'আরপি ছোটু ভাইয়া'। ঋষভকে রাখির শুভেচ্ছাও জানান। একই সঙ্গে তাঁর সাবধানবাণী, 'চুপ করে থাকা একটি মেয়ের সুযোগ নিও না'।

(আরও পড়ুন: ‘পো পো পো…’ করতে করতেই উর্বশীর মুকুটে নতুন পালক! শুনলে মাথা বনবন করে ঘুরবে)

দুই প্রাক্তনের বিতণ্ডা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ঋষভ কি পাল্টা জবাব দেবেন? এখন সেটাই দেখার।

বন্ধ করুন