বাংলা নিউজ > বায়োস্কোপ > Urvashi-Rishabh: পন্তকে দেখতে মুম্বইয়ের হাসপাতালে হাজির উর্বশী? নায়িকা ছবি শেয়ার করতেই শোরগোল

Urvashi-Rishabh: পন্তকে দেখতে মুম্বইয়ের হাসপাতালে হাজির উর্বশী? নায়িকা ছবি শেয়ার করতেই শোরগোল

ঋষভ পন্ত ও উর্বশী রাউতেলা

মুম্বইয়ের যে হাসপাতলে ভর্তি পন্ত, সেখানেই আচমকা উপস্থিত উর্বশী রাউতেলা! কেন? সেই কারণ অবশ্য জানা যায়নি। তবে ছবি শেয়ার করে নিজের উপস্থিতির কথা জানান দিয়েছেন অভিনেত্রী নিজে। 

মাসকয়েক আগেই নেটমাধ্যমে ঋষভ পন্তের সঙ্গে পরোক্ষে বাকযুদ্ধ চলেছে উর্বশী রাউতেলার। সেই বিতর্কের আঁচ কিছুতেই ঠাণ্ডা হচ্ছে। এবার বিতর্ক উস্কে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে হাজির উর্বশী রাউতেলা? হাসপাতালে নিজের উপস্থিতির জল্পনা নিজেই উস্কে দিলেন নায়িকা। এখন প্রশ্ন, যে হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার কবলে পড়া ঋষভ তার আশেপাশে আচমকা কী করছেন উর্বশী?

বৃহস্পতিবার উর্বশী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিল্ডিং-এর সাদাকালো ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে কিছু না লিখলেও লোকশন হিসাবে মুম্বই শহরকে ট্যাগ করেন নায়িকা। ঋষভ পন্ত যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেই হাসপাতালের ছবি উর্বশীর সোশ্যাল মিডিয়ায় দেখা যেতেই শোরগোল। অনুরাগীদের মনে প্রশ্ন তবে কি ঋষভের খোঁজখবর নিতেই হাসপাতালে ছুটলেন নায়িকা?

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি ছিলেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্ত। বুধবার এয়ারলিফট করে মুম্বইয়ে নিয়ে আসাস হয় ভারতীয় দলের ক্রিকেটারকে। পন্তের লিগামেন্ট চোট সারানোর দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চিকিৎসক ডক্টর দীনশ পার্দিওয়ালা রয়েছেন ঋষভ পন্তের চিকিৎসার দায়িত্বে।

<p>উর্বশীর ইনস্টাগ্রাম স্টোরি</p>

উর্বশীর ইনস্টাগ্রাম স্টোরি

গত ৩০শে ডিসেম্বর ভোরে দিল্লি থেকে বাড়ি (রুরকি) ফেরবার পথে হরিদ্বারের মাংলাউরের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারে পন্তের গাড়ি। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠে ঋষভের গাড়ি। কোনওক্রমে প্রাণে বেঁচে যান তারকা ক্রিকেটার। ওইদিন বেলা গড়াতেই সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিতপূর্ণ পোস্ট লেখেন উর্বশী। ইনস্টাগ্রামে সাদা পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে উর্বশী লেখেন- ‘প্রার্থনা করছি।’ সঙ্গে আবার সাদা পায়রা এবং সাদা হৃদয়ের ইমোজি জুড়ে দেন। ঋষভের জন্যই এই পোস্ট ধারণা নিন্দকদের।

দু-দিন আগেই উর্বশীর নাম ঋষভের আরোগ্য কামনা করে লেখেন, ‘সোশ্যাল মিডিয়ার গুজব একদিকে, আর আপনার সুস্থ হয়ে আন্তর্জাতিক স্তরে উত্তরাখণ্ডের নাম উজ্জ্বল করাটা অন্যদিকে। ভগবান আপনার উপর কৃপাদৃষ্টি বজায় রাখুন, আপনারা সকলে প্রার্থনা করুন’।

উর্বশীর মায়ের এই পোস্ট দেখা মাত্রই ফের উর্বশী-ঋষভের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু করে দেয় নেটিজেনরা। গত কয়েক মাস ধরেই চর্চায় উর্বশী-ঋষভের সম্পর্ক। নায়িকার জীবনের মিস্ট্রিম্যান ‘আরপি’ কে? সেই রহস্য আজও জানা নেই। ২০১৮-১৯ সাল নাগাদ উর্বশী-ঋষভের প্রেমের চর্চা মাথাচাড়া দিয়েছিল, তারপর অনেক জল বয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন উর্বশী, তাও আবার ‘ভালোবাসার টানে’। সেই নিয়ে কম প্রশ্ন উঠেনি।

জানা যাচ্ছে, আপতত মাস ছয়েক মাঠের বাইরে থাকবেন ঋষভ। পন্তের চোট সম্পর্কে এক বোর্ড কর্তা জানিয়েছেন, 'চিকিৎসকরা যা রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে, সব ঠিক ঠাক থাকলে পন্তের মাঠে ফিরতে অন্তত ছয় মাস লাগবে। ফলে আশা করা যায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওকে আমরা পেতে পারি। তবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ এবং শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পাওয়া যাবে না পন্তকে।'

বন্ধ করুন