বাংলা নিউজ > বায়োস্কোপ > Cannes 2023: ‘নকল ঐশ্বর্য’, বচ্চন বধূর মতো লিপস্টিক পরে ফ্লাইং কিস ছুঁড়লেন উর্বশী! হল কটাক্ষ

Cannes 2023: ‘নকল ঐশ্বর্য’, বচ্চন বধূর মতো লিপস্টিক পরে ফ্লাইং কিস ছুঁড়লেন উর্বশী! হল কটাক্ষ

কানে উর্বশীর নীল লিপস্টিক। 

এর আগে গলায় ঝুলিয়েছিলেন ‘টিকটিকি’, এবারে নীল ঠোঁট। চর্চায় রয়েছেন উর্বশী রাওতেলা।  

আপাতত এখন চর্চায় আছে কান চলচ্চিত্র উৎসব। চলতি বছরে বেশ কিছু নতুন মুখ ভারত থেকে ডেবিউ করেছেন। ইতিমধ্যেই রেড কার্পেটে দেখা মিলেছে ঐশ্বর্য রাই, উর্বশী রাওতেলা, এশা গুপ্তা, সারা আলি খান, মানুশি চিল্লারদের।

বৃহস্পতিবার রাতে (IST) উর্বশী রাউতেলা ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল ‘ইন্ডিয়ানা জোন্স এবং ডায়াল অফ ডেসটিনি’র স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন। রেড কার্পেটে হাঁটার সময় সলম রে অভিনেত্রী একটি অফ শোল্ডার ক্রিম এবং ফিরোজা নীল রঙের পোশাক বেছে নিয়েছিলেন। তবে চমক ছিল ঠোঁটে। উর্বশী তাঁর গাউনের সঙ্গে মিলিয়ে গাঢ় নীল রঙের লিপস্টিক পরেছিলেন। এর আগে কানের লাল গালিচায় বেগুনি লিপস্টিক পরে ২০১৬ সালে সবাইকে চমকে দিয়েছিলেন ঐশ্বর্য রাই।

উর্বশীর নীল রঙের লিপস্টিক পরার সিদ্ধান্ত নিসন্দেহে সাহসী, দেখুন কেমন লাগছিল উর্বশীকে-

সনম রে নায়িকাকে দেখে নেটিজেনদের মধ্যে এবারেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ লিখলেন, ‘ঐশ্বর্য ভাবছে নিজেকে’ (প্রসঙ্গত, বচ্চন বধূর স্টাইলেই রেড কার্পেটে দাঁড়িয়ে হাত নাড়েন আর ফ্লাইং কিস ছোড়েন উর্বশী এদিন)। অপরজন লিখলেন, ‘এক বোতল কালি খেয়ে নিয়েছে। এর চেয়ে তো ওই টিকটিকি গলার হারটাই ভালো ছিল।’ তৃতীয়জন লিখলেন, ‘’

এর আগে চমকেছিলেন অভিনেত্রী কানের প্রথম দিনেও। কারণ গোলাপি বল গাউনের সঙ্গে তিনি গলায় পরেছিলেন একটি এলিগেটর নেকপিস। কুমির শেপের সেই গলার হার নিয়ে উর্বশীর ছবি সামনে আসতেই নেটপাড়া মজেছে কটাক্ষের মেজাজে। একজন লেখেন, ‘যদি গলার ওই টিকটিকিগুলো বেঁচে ওঠে তাহলে তো ফটোশ্যুট ভুলে পালাতে হবে’। অপর একজন পন্ত প্রসঙ্গ টেনে লেখেন, ‘ওরে বাবা রে! শেষে টিকটিকি গলায়! যাক অন্তত পন্তের ভূতটা যেন মাথা থেকে নামে’।

চলতি বছর কানের মঞ্চে লঞ্চ হবে পারভিন বাবি-র বায়োপিকের ফটোকল। সেই সূত্রেই উর্বশীর ফ্রেঞ্চ রিভারায় পদার্পণ। পারভিন বাবি-র জীবনীচিত্রে নামভূমিকায় অভিনয় করছেন উর্বশী। দুহাজারের বেশি তারকা ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটবেন। চলতি বছরে জনি ডিপের সিনেমা জিন ডু ব্যারি-এর প্রদর্শন দিয়ে শুরু হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালের যাত্রা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন পর্দায় রাম রাবণ দুই বেশেই ধরা দিয়েছেন, বাস্তবেও তাঁর মন্দির আছে!কে সেই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.