আপাতত এখন চর্চায় আছে কান চলচ্চিত্র উৎসব। চলতি বছরে বেশ কিছু নতুন মুখ ভারত থেকে ডেবিউ করেছেন। ইতিমধ্যেই রেড কার্পেটে দেখা মিলেছে ঐশ্বর্য রাই, উর্বশী রাওতেলা, এশা গুপ্তা, সারা আলি খান, মানুশি চিল্লারদের।
বৃহস্পতিবার রাতে (IST) উর্বশী রাউতেলা ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল ‘ইন্ডিয়ানা জোন্স এবং ডায়াল অফ ডেসটিনি’র স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন। রেড কার্পেটে হাঁটার সময় সলম রে অভিনেত্রী একটি অফ শোল্ডার ক্রিম এবং ফিরোজা নীল রঙের পোশাক বেছে নিয়েছিলেন। তবে চমক ছিল ঠোঁটে। উর্বশী তাঁর গাউনের সঙ্গে মিলিয়ে গাঢ় নীল রঙের লিপস্টিক পরেছিলেন। এর আগে কানের লাল গালিচায় বেগুনি লিপস্টিক পরে ২০১৬ সালে সবাইকে চমকে দিয়েছিলেন ঐশ্বর্য রাই।
উর্বশীর নীল রঙের লিপস্টিক পরার সিদ্ধান্ত নিসন্দেহে সাহসী, দেখুন কেমন লাগছিল উর্বশীকে-
সনম রে নায়িকাকে দেখে নেটিজেনদের মধ্যে এবারেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ লিখলেন, ‘ঐশ্বর্য ভাবছে নিজেকে’ (প্রসঙ্গত, বচ্চন বধূর স্টাইলেই রেড কার্পেটে দাঁড়িয়ে হাত নাড়েন আর ফ্লাইং কিস ছোড়েন উর্বশী এদিন)। অপরজন লিখলেন, ‘এক বোতল কালি খেয়ে নিয়েছে। এর চেয়ে তো ওই টিকটিকি গলার হারটাই ভালো ছিল।’ তৃতীয়জন লিখলেন, ‘’
এর আগে চমকেছিলেন অভিনেত্রী কানের প্রথম দিনেও। কারণ গোলাপি বল গাউনের সঙ্গে তিনি গলায় পরেছিলেন একটি এলিগেটর নেকপিস। কুমির শেপের সেই গলার হার নিয়ে উর্বশীর ছবি সামনে আসতেই নেটপাড়া মজেছে কটাক্ষের মেজাজে। একজন লেখেন, ‘যদি গলার ওই টিকটিকিগুলো বেঁচে ওঠে তাহলে তো ফটোশ্যুট ভুলে পালাতে হবে’। অপর একজন পন্ত প্রসঙ্গ টেনে লেখেন, ‘ওরে বাবা রে! শেষে টিকটিকি গলায়! যাক অন্তত পন্তের ভূতটা যেন মাথা থেকে নামে’।
চলতি বছর কানের মঞ্চে লঞ্চ হবে পারভিন বাবি-র বায়োপিকের ফটোকল। সেই সূত্রেই উর্বশীর ফ্রেঞ্চ রিভারায় পদার্পণ। পারভিন বাবি-র জীবনীচিত্রে নামভূমিকায় অভিনয় করছেন উর্বশী। দুহাজারের বেশি তারকা ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটবেন। চলতি বছরে জনি ডিপের সিনেমা জিন ডু ব্যারি-এর প্রদর্শন দিয়ে শুরু হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালের যাত্রা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)