পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলো দখল করে কমলা হ্যারিসকে হারিয়ে ঐতিহাসিক জয় ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে ফের মোদী-বন্ধু ট্রাম্প। সে দেশের ৪৭তম রাষ্ট্রপতি পদে ট্রাম্পের শপথ এখন শুধু সময়ের অপেক্ষা।
বুধবারের সকাল মার্কিনবাসীদের জন্য তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার রাতে ভোটের (ভারতীয় সময়ানুসারে বুধবার সকালে) ফলাফল আসতে শুরু করায় বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত, যিনি ইন্টারনেটে 'সেরা মিম' শেয়ার করেন। এলন মাস্কের সাথে গেরুয়া বসনে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের একটি AI দ্বারা তৈরি ছবি ভাগ করে নেন বলিউডের কুইন।
কঙ্গনা কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন
কঙ্গনা তার এক্স হ্যান্ডেলে মিমটি শেয়ার করে লেখেন, ‘আজ ইন্টারনেটের সেরা মিম। অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প।’
এদিকে, চলতি বছরের শুরুর দিকে পেনসিলভেনিয়ার এক সমাবেশে ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয়। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী। কঙ্গনা লেখেন, ‘আমি এই সময় আমেরিকা থাকলে ট্রাম্পকেই ভোট দিতাম। গুলি লাগার পর উঠে দাঁড়িয়ে ভাষণ শেষ করেছেন যে ভাবে, এক কথায় ‘টোটাল কিলার’।
এদিকে, কমলা হ্যারিস এবং তাঁর প্রচারে সেলিব্রিটিদের উপস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন তিনি। তিনি লেখেন, ‘আপনি কি জানেন যে এই ক্লাউনরা যখন তাকে সমর্থন করেছিল তখন কমলার রেটিং মারাত্মকভাবে হ্রাস পেয়েছিল, লোকেরা ভেবেছিল যে তিনি এই জাতীয় লোকদের সাথে ঘুরে বেড়ানোর জন্যই (রাষ্ট্রপতি হিসাবে) তুচ্ছ, চঞ্চল এবং অবিশ্বস্ত’।
কমলা হ্যারিসের পরাজয় নিয়ে প্রতিক্রিয়া অমিতাভ বচ্চনের
ডোনাল্ড ট্রাম্পের কাছে কমলা হ্যারিসের পরাজয়ের প্রতিক্রিয়া জানান বিগ বিও। হিন্দিতে তিনি লেখেন, ‘হেরে গেলে কী হবে? আমরা জয়ের জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ করেছি!! আমরা যদি জিততে থাকতাম তাহলে কীভাবে আমরা আমাদের লক্ষ্য স্থির করতে পারতাম!!’
কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী টুইটে লিখেছেন, ‘ভারতীয় প্রেক্ষাপটে আমি ডানপন্থী, কিন্তু যারা গর্ভপাতের অধিকারের বিরোধিতা করে এবং বন্দুককে সমর্থন করে তাদের আমি কখনই সমর্থন করতে পারি না। বাকি সব ঠিকঠাক আছে’।
হংসল মেহতার প্রতিক্রিয়া
এদিকে 'সিমরান' ছবিতে কঙ্গনার সঙ্গে কাজ করা পরিচালক হনসল মেহতার প্রতিক্রিয়া যেন অন্যরকম। তিনি পরিচালক আলি আব্বাসির একটি টুইট পুনরায় পোস্ট করেছেন এবং বলেছেন, 'ফ্যাসিস্ট উইথ এ ক্যাপিটাল এফ। এটি এমন @realDonaldTrump যার নামটি একসময় সঠিকভাবে 'ডোল্যান্ড' হিসাবে উচ্চারণ করা হয়েছিল'। ট্রাম্পের পক্ষে জয়ের ইঙ্গিত দেওয়ার সাথে সাথে তিনি টুইট করেন, ‘হ্যারিসের জন্য খেলা শেষ?’
আমেরিকায় ‘ফির এক বার ট্রাম্প সরকার’। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে চোখ রেখেছিল ভারতও। ট্রাম্প ফিরতেই চনমনে সেনসেক্স। রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে কুটনৈতিকরা হিসাব নিকাশ কষতে ব্যস্ত। ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, 'ঐতিহাসিক জয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।' সেই সঙ্গে আগেরবারের মতোই হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।