বাংলা নিউজ > বায়োস্কোপ > Potato Juice For hair: চুল পড়ার সমস্যায় নাজেহাল? খুশকি যাচ্ছে না কিছুতেই? আলুর 'গুণে'ই তাড়ান সমস্যা

Potato Juice For hair: চুল পড়ার সমস্যায় নাজেহাল? খুশকি যাচ্ছে না কিছুতেই? আলুর 'গুণে'ই তাড়ান সমস্যা

খুশকির সমস্যা আলুর তাড়ান 'গুণে'ই 

Potato Juice For hair: আলু ছাড়া বাঙালির রান্নাঘর ভাবা যায় না। মাছের ঝোল হোক বা মাংস, তরকারি হোক বা পরোটা সবেতেই আলু চাই। কিন্তু আপনি কি জানেন চুলের নানা সমস্যা দূর করতেও আলুর জুড়ি মেলা ভার!

বাজার এবং রান্নাঘরের অত্যন্ত চেনা এবং বারোমাসি সবজি হল আলু। এই সবজি যে কোনও রান্নায় দেওয়া যায়। সে মাছের ঝোল হোক বা মাংসের। আলু ভাজা খান বা স্যান্ডউইচ, তরকারি হোক বা পরোটা সবেতেই আলু 'প্রেজেন্ট প্লিজ' বলে সাড়া দিতেই পারে। কিন্তু আপনি কি জানেন আলুর আরও একটা দিক আছে। এই সবজি চুল সংক্রান্ত নানা সমস্যাকে দূর করতে পারে?

দেখুন এই কথা সকলেই এক বাক্যে মানবেন যে চুল পড়ার সমস্যায় আমরা কম বেশি সবাই ভুগি। সঙ্গে আছে খুশকির সমস্যা। কেউ তো কেউ তো আবার দুটোতেই ভুগে থাকেন। শত উপায় ব্যবহার করেও মুক্তি পথ মেলে না। এক্ষেত্রে কী করবেন ভাবছেন? তাহলে বলি আলু ব্যবহার করে দেখুন। রূপচর্চায় আলুর কিন্তু বিশেষ জায়গা আছে। আলু যেমন ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে তেমনই চুলের নানা সমস্যাও দূর করে।

আলু এমন এক সবজি যেখানে আপনি পাবেন ভিটামিন সি, ভিটামিন বি, জিঙ্ক, নিয়াসিন, আয়রন। ফলে এই সব কটি উপাদান আমাদের চুলের জন্য ভালো। এতে চুলের ফলিকলের পুষ্টি বাড়ে। আলুর রস ব্যবহার করলে মাথার ত্বক পরিষ্কার থাকে এবং খুশকির সমস্যা অনেকটাই কমে যায়। কিন্তু আপনি কি এটাকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে জানেন? দেখুন তবে।

আলুর রস কীভাবে তৈরি করবেন?

সবার আগে আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার ছোট ছোট টুকরো করে সেগুলোকে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। আলুর পেস্ট ঘন হয়ে গেলে সামান্য জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটা পরিষ্কার সুতির কাপড়ে ঢেলে নিন। তারপর একটা বাটি বা পাত্র রাখে তাতে চেপে চেপে রস নিংড়ে নিন।

এবার এই রোজ মাথার ত্বকে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত ম্যাসাজ করুন। ভালো করে ম্যাসাজ করা হয়ে গেলে বাকি চুলে এই রস লাগিয়ে নিন। মিনিট ১৫ মতো রেখে ভালো করে ধুয়ে ফেলুন।

হেয়ার মাস্ক বানান

মধু, ডিমের কুসুম চুলের জন্য খুবই উপকারী। এটা চুলকে নরম রাখে। একই সঙ্গে এটা চুল পড়া রোধ করে। যেহেতু মধুতে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আছে সেহেতু এটা খুশকির সমস্যাও দূর করে। পাশাপাশি আপনি এই মাস্ক ব্যবহার করলে আপনার চুল বাড়বে। এটার জন্য আপনাকে একটা ডিমের কুসুম নিতে হবে তার সঙ্গে এক চামচ মধু এবং আলুর রস। এবার এটাকে মিশিয়ে ভালো করে মাথায় এবং চুলে লাগান। তারপর মিনিট ত্রিশ রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে এই মাস্ক লাগালে হাতেনাতে ফল দেখতে পাবেন।

আলুর রস এবং অ্যালোভেরা

আলুর রসের সঙ্গে দুই চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে সেটা মাথায় লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার করে এই মাস্ক লাগান।

বায়োস্কোপ খবর

Latest News

কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন রাস্তার লড়াইয়ে না পেরে মেসোমশাইয়ের কাছে যাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ চার নয়া তারকাকে সেন্ট্রাল চুক্তি দিল অস্ট্রেলিয়া, বাদ গেলেন স্টইনিস-এগররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.