বাংলা নিউজ > বায়োস্কোপ > কেকে-র গান ‘প্যায়ার কা পল’ গাইতে গিয়ে কেঁদে ফেললেন উষা উত্থুপ! ভিডিয়োয় দেখুন

কেকে-র গান ‘প্যায়ার কা পল’ গাইতে গিয়ে কেঁদে ফেললেন উষা উত্থুপ! ভিডিয়োয় দেখুন

কেকে-র স্মৃতিতে কেঁদে ভাসালেন উষা।

কেকে-র গান গাইলেন উষা। প্রোমোতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘কেকে-কে হঠাৎ হারিয়ে মারাত্মক আঘাত আমরা সকলে পেয়েছি। এই গানটা শুধু ওর জন্য।’

গত মাসেই সংগীত জগত হারিয়েছে কিংবদন্তি গায়ক কেকে-কে। মাত্র ৫৩ বছর বয়সে এভাবে হার্ট অ্যাটাকে কেকে-র চলে যাওয়া মানতে পারছেন না অনেকেই। কেকে-র সহকর্মীরাও বারবার চোখের জলে মনে করছেন প্রয়াত গায়ককে। তালিকায় আছেন শান, কুমার শানু, অরিজিৎ সিং, অনুপম রায়-এর মতো একাধিক তারকা। এবার প্রকাশ্যেই চোখের জল ফেলতে দেখা গেল গায়িকা উষা উত্থুপকে। সম্প্রতি ‘ডান্স দিওয়ানে জুনিয়ার’-এর মঞ্চে হাজির ছিলেন তিনি অতিথি বিচারক হিসেবে।

কেকে-র গান গাইলেন উষা। প্রোমোতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘কেকে-কে হঠাৎ হারিয়ে মারাত্মক আঘাত আমরা সকলে পেয়েছি। এই গানটা শুধু ওর জন্য।’ এরপর ১৯৯৯ সালের জনপ্রিয় গান ‘প্যায়ার কা পল’ গাইলেন তিনি। গাইতে গাইতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন উষা। তাঁকে জড়িয়ে ধরে গান শেষে হোস্ট করণ কুন্দ্রা। আবেগ ধরে রাখতে পারছিলেন না দুই বিচারক নিতু কাপুর আর কোরিওগ্রাফার মার্জিও। আরও পড়ুন: প্রথম বাংলা গানের আগে কেকে খেয়েছিলেন বাঙালি খাবার, মেনুতে কী কী ছিল, জানালেন জিৎ

চ্যানেলের তরফে শেয়ার করা এই পোস্টে একজন লিখেছেন, ‘১১ দিন হল কেকে নেই। এখনও বিশ্বাস হয় না আমার। চোখে জল আসে বারবার মনে পড়লে।’ আরেকজনের মন্তব্য, ‘উষা তাই ধন্যবাদ আমাদের প্রিয় কেকে-র গান গাওয়ার জন্য’। এক ভক্ত লিখেছেন, ‘কেকে-র এই গানটা আমাদের রোজ কাঁদাবে। তবে আর চোখের জল ফেলব না। শুধু ভালোবাসব।’

প্রসঙ্গত, ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে গানও গেয়েছিলেন কেকে। এরপর শো শেষ করে হোটেলে ফিরেই হৃদরোগে মারা যান তিনি আচমকা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। রাস্তাতেই মারা যান গায়ক, শহর কলকাতাতেই।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে? 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.