বাংলা নিউজ > বায়োস্কোপ > Usha Uthup on her Biopic: ঊষা উথুপের চরিত্রে এবার বিদ্যা বালান! কী বললেন গায়িকা

Usha Uthup on her Biopic: ঊষা উথুপের চরিত্রে এবার বিদ্যা বালান! কী বললেন গায়িকা

ঊষা উথুপের চরিত্রে এবার বিদ্যা বালান?

Usha Uthup on her Biopic: নিজের বায়োপিকে কাকে দেখতে চান 'কলকাতা' ঊষা উথুপ? কোন অভিনেত্রীর নাম নিলেন গায়িকা? দেখুন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বর্ষীয়ান গায়িকা ঊষা উথুপকে আরও একবার তাঁর ম্যাজিক ছড়াতে দেখা যায়। গানে গানে মাতিয়ে তুলেছিলেন সেই অনুষ্ঠান। একই সঙ্গে নানা বিষয়ে দর্শকদের সঙ্গে তিনি আলোচনাতেও মেতে উঠেছিলেন। তিনি মজা করে দর্শকদের থেকে জানতে চেয়েছিলেন যে কাকে সব থেকে বেশি মানাবে তাঁর বায়োপিকে? যদি কখনও গায়িকার বায়োপিক করা হয় দর্শকরা কোন অভিনেত্রীকে তাঁর চরিত্রে দেখতে চাইবেন? এই প্রশ্নের উত্তরে দর্শকরা সমস্বরে চেঁচিয়ে উঠে বলেন, বিদ্যা বালান।

একজন যিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি এই অনুষ্ঠানের বিষয়ে লেখেন, 'দারুন জমে উঠেছিল সন্ধ্যাটা। গানে গানে মাতিয়ে দিয়েছিলেন ঊষা উথুপ। একই সঙ্গে নানা মজাও করেছিলেন তিনি।' গায়িকার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ' তিনি তাঁর ভার্সেটাইল এবং ভীষণ পরিচিত ভঙ্গিতে একটার পর একটা গান গেয়ে যান। আগামীতে কখনও যদি তাঁর বায়োপিক তৈরি হয় তাহলে বিষয়টা সত্যি খুব ভালো হবে। আর উনি নিজেই যখন প্রশ্ন করেন যে দর্শকরা কাকে তাঁর বায়োপিকে দেখতে চান তখন সকলে চিৎকারে করে একটাই নাম বলেন, আর সেট হল বিদ্যা বালান। কারণ দর্শকদের মতে বিদ্যা বালান একজন অতি দাপুটে এবং গুণী অভিনেত্রী, তাঁকে যে চরিত্রই দেওয়া হোক না কেন তিনি তাতেই ফাটিয়ে অভিনয় করবেন।'

এই ব্যক্তি আরও বলেন, 'ঊষা উথুপ নিজেও দর্শকদের সঙ্গে সহমত হন। তিনি বলেন তিনি উৎসাহিত বোধ করছেন তাঁর বায়োপিক হলে সেখানে বিদ্যা বালানকে দেখার জন্য। যদি কখনও এমন সুযোগ আসে তাহলে তিনি চাইবেন তাঁর চরিত্রকে পর্দায় যেন বিদ্যা বালানই ফুটিয়ে তোলেন।'

এর আগেও বিদ্যা বালানকে বায়োপিকে অভিনয় করতে দেখা গিয়েছে। তিনি শকুন্তলা দেবীর বায়োপিকে অভিনয় করেছিলেন ‘ডার্টি পিকচারে’। এরপর তাঁকে ‘মিশন মঙ্গল’-এর মতো ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে যা কিনা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

বিদ্যা বালানকে এমনই এমনই ট্যালেন্টের পাওয়ারহাউজ বলা হয়ে থাকে না। তিনি সত্যি তাই, তাঁর হাত ধরেই ভারতীয় ছবিতে মহিলাদের যেভাবে দেখানো হয় সেটা বদলেছে। তিনি ছক ভাঙতে শিখিয়েছেন দর্শকদের।

আগামী বছর বিদ্যা বালানকে অনু মেননের ‘নিয়ত’ এবং প্রতীক গান্ধীর সঙ্গে 'লাভারস ছবিতে দেখা যেতে চলেছে। এর মধ্যে তাঁর যে কটি ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সব কটিই দারুন সফল হয়েছে।

বন্ধ করুন