‘পুষ্পা: দ্য রাইস’ সিনেমা মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করেছে এই সিনেমা। মাত্র কয়েক দিনের মধ্যে একশো কোটির ব্যবসা করেছে এই ছবি। আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্ধানা অভিনীত এই ছবি অ্যাকশন দৃশ্য থেকে গান সবেতেই জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। বলা চলে, মুক্তির মাস খানেক পরেও পুষ্পা’-জ্বরে আক্রান্ত দর্শক।
এই ছবির ‘শ্রীভল্লি’ গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। ইতিমধ্যেই কয়েকটি আঞ্চলিক ভাষায় এই গানের রিমেক হয়েছে। এবার এই গানের বাংলা রিমেক করলেন গায়িকা ঊষা উত্থুপ। রিমেক গেয়ে দর্শকদের রীতিমতো চমকে দিয়েছেন তিনি। তাঁর গলার সেই গান নিমেষেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ‘পুষ্পা’ স্টাইলেই গায়িকার কণ্ঠে শোনা গিয়েছে, ‘তুমি তোমার তুলনা… শ্রীভল্লি’। দেখুন সেই গান-
গত বছর ১৭ই ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল ছবি ‘পুষ্পা: দ্য রাইস পার্ট ওয়ান’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি বক্সঅফিসে ভালো ফলাফল করেছে। ছবির ‘শ্রীভল্লি’ থেকে ‘ও আন্তাভা' গানে কোমর দুলিয়েছে সাধারণ মানুষ থেকে তারকা এবং দেশ বিদেশের বহু মানুষ।