বাংলা নিউজ > বায়োস্কোপ > Ushasi Chakraborty: 'লেসবিয়ানরা একফ্রেমে', ফের সমকামী তকমা জুটল ঊষসীর, এবার কী করলেন জুন আন্টি?

Ushasi Chakraborty: 'লেসবিয়ানরা একফ্রেমে', ফের সমকামী তকমা জুটল ঊষসীর, এবার কী করলেন জুন আন্টি?

ফের সমকামী তকমা জুটল ঊষসীর

Ushasi Chakraborty: বন্ধুর সঙ্গে বেশ আনন্দের সময় কাটাচ্ছেন ঊষসী চক্রবর্তী। মাঝে মধ্যেই তাঁর সঙ্গে ছবি দিচ্ছেন জুন আন্টি। এবার তাঁদের লেসবিয়ান বলে কটাক্ষ করলেন নেটিজেনরা।

ঊষসী চক্রবর্তীর সঙ্গে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাইয়ের বেশ একটা সখ্যতা জমেছে সেটা তাঁদের সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই বেশ বোঝা যাচ্ছে। বন্ধুর সঙ্গে মাঝে মধ্যেই ছবি শেয়ার করেন নায়িকা। কখনও তাঁদের কলতলায় স্নান করতে দেখা যাচ্ছে, তো কখনও একসঙ্গে যোগব্যায়াম করতে। এবার ছোট পর্দার জুন আন্টি তাঁর এই বন্ধুর সঙ্গে একটি নিখাদ আড্ডার ছবি পোস্ট করলেন তাতেই কটাক্ষের শিকার হলেন তাঁরা।

ঊষসী তাঁর সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী আর তাঁর বন্ধু একটি বিছানায় শুয়ে আছেন। অভিনেত্রী খাটের ধারে শুয়ে কিছু বলছেন বন্ধুকে তাঁর দিকেই তাকিয়ে। অন্যদিকে ঊষসীর বন্ধু রাই তাঁর কাঁধে হাত রেখে হাসিমুখে সেটা শুনছেন। দুজনের পরনেই শাড়ি।

এই ছবি পোস্ট করেই ঊষসী লেখেন, 'অলস দুপুর!' সঙ্গে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন ফ্রেন্ডশিপ গোলস, বন্ডিং, ঊষসী অফিসিয়াল, ইত্যাদি। অভিনেত্রী এই ছবি পোস্ট করতেই শুরু হয় কটাক্ষ। এক ব্যক্তি লেখেন, 'লেসবিয়ানরা সব এক ফ্রেমে'। আরেক ব্যক্তি লেখেন, 'আপনারা প্রেম করছেন?' অভিনেত্রী যদিও তাঁদের সেই প্রশ্নের বা কটাক্ষের কোনও উত্তরই দেননি।

প্রসঙ্গত কিছুদিন আগেই অভিনেত্রী একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেখানে অভিনেত্রীকে শাড়ি পরে একটি কলতলায় বসে থাকতে দেখা যায়। আর তাঁকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিতে দেখা যায় তাঁর এই বান্ধবী রাইকে। অভিনেত্রী সেই ভিডিয়োতে আবার 'তোর কুন কুন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা' গানটি যোগ করেছিলেন। তখনও তাঁদের ‘সমকামী’র তকমা দেওয়া হয়। কেউ কেউ আবার বলেন জুন আন্টির নাকি ‘মস্তিষ্কের বিকৃতি’ ঘটেছে।

বর্তমানে অভিনেত্রীকে তেমন কোনও প্রজেক্টে দেখা যাচ্ছে না। তাঁকে ছোট পর্দায় শেষ বার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল ইন্দ্রানী হালদারের সঙ্গে।

বন্ধ করুন