বাংলা নিউজ > বায়োস্কোপ > Video: কুয়োর পারে ঊষসীকে স্নান করাচ্ছে বান্ধবী! 'মস্তিষ্ক বিকৃতি ঘটেছে',ধেয়ে এল কটাক্ষ

Video: কুয়োর পারে ঊষসীকে স্নান করাচ্ছে বান্ধবী! 'মস্তিষ্ক বিকৃতি ঘটেছে',ধেয়ে এল কটাক্ষ

ঊষশীর কীর্তি দেখে হাঁ সকলে (ছবি-ইনস্টাগ্রাম)

‘তোর কুন কুন জায়গা ব্যাথা গো…’, শান্তিনিকেতনের ‘হিট-কে বিট' করতে কুয়োর পারে বসেই স্নান করলেন জুন আন্টি। তবে ধেয়ে এল কটূক্তি। 

দিন কয়েক আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। সোশ্যালে যোগচর্চার ছবি পোস্ট করে হেনস্থার শিকার হয়েছিলেন ‘জুন আন্টি’। সেই নিয়ে প্রতিবাদে সরবও হন অভিনেত্রী। কারণ মুখ বুজে সহ্য করার পাত্রী তিনি নন। ট্রোলারদের কড়া জবাব দিতে তিনি সিদ্ধহস্ত। সেই বিতর্ক থিতু হতে না হতেই এবার সোশ্যাল মিডিয়ায় স্নানের ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী!

যদিও ঊষসীর স্নান করার ভিডিয়ো দেখে হাসি থামছে না নেটপাড়ার। এই মুহূর্তে শান্তিনিকেতনে রয়েছেন ঊষসী চক্রবর্তী। তবে শুধু ঘুরতে নয়, এক কর্মশালায় যোগ দিতে সেখানে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। যোগাসন প্রশিক্ষক রাইকথার সঙ্গে কবিতা প্রশিক্ষক ঊষসী ‘কবিতার যোগ..যোগের কবিতা’ নামক একটি কর্মশালার আয়োজন করেছেন। তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ‘বান্ধবী’র সাহায্যে একটু শরীর ঠাণ্ডা করে নিলেন ঊষসী। কারণ শান্তিনিকেতনের তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রী ছুঁয়েছে। সোনাঝুরিতে কুয়ো দেখে নিজেকে আটকাতে পারেননি ঊষসী। সাদার উপর নীল ডোরাকাটা শাড়িতেই কুয়োর পারে বসে পড়েছেন ‘চান’ করতে। ঊষসীর মাথায় শাম্পু ঘষতে দেখা গেল অভিনেত্রীর বান্ধবী তথা যোগা প্রশিক্ষক রাইকথাকে। তারপর বালতি বালতি ‘কুয়োর ঠান্ডা জল’ ঠেলে স্নান সারলেন অভিনেত্রী। ভিডিয়োর প্রেক্ষাপটে বাজছে বাংলাদেশি গায়ক কাজল মুনিরের ভাইরাল গান, ‘তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা…’। এই গানটি ঊষসীর খাস পছন্দের তা স্পষ্ট, দু-দিন আগেই এই গানেই আরও একটি মজার রিল ভিডিয়ো শেয়ার করেছিলেন তিনি। 

এই ভিডিয়ো পোস্ট করা মাত্রই অনুরাগীরা হাসির ইমোজিতে ভরিয়ে দিয়েছেন ঊষসীকে। বাদ নেই তারকারাও। অভিনেত্রী ঊষসী রায় দমফাটা হাসির ইমোজি শেয়ার করেন মন্তব্য বাক্সে। কেউ লেখেন, ‘উফ গানটা ফাটাফাটি, সঙ্গে শাড়িতে স্নান’। কিন্তু ট্রোলারাও ছেড়ে কথা বলেনি। কেউ ‘সমকামী’ বলে বিঁধেছেন দুজনকে। আবার এক নেটিজেন লিখেছেন, ‘৪৫ ডিগ্রি গরম ও কুয়োর ঠান্ডা জলে আপনি আরাম পেয়েছেন কিনা জানা নেই, তবে ঠান্ডা ও গরমের এই বৈপরীত্যে আপনার মস্তিষ্ক বিকৃতি হয়েছে সেটা বোঝা যাচ্ছে’। এই বিদ্রুপের কী জবাব দেন জুন আন্টি তা দেখবার।

আরও পড়ুন-‘আমার শরীর দেখে যৌন উদ্দীপনা জাগলে আপত্তি নেই, তবে..’, কটাক্ষের কড়া জবাব ঊষসীর

আপতত ছোটপর্দা থেকে দূরে রয়েছেন ঊষসী চক্রবর্তী। শেষবার ‘শ্রীময়ী’ ধারাবাহিকেই দেখা মিলেছিল তাঁর। অভিনেত্রীর কামব্য়াকের অপেক্ষায় অনুরাগীরা। 

বন্ধ করুন