গৃহপ্রবেশ ধারাবাহিকের হাত ধরে ফের ছোট পর্দায় ফিরেছেন উষসী রায়। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে সুস্মিত মুখোপাধ্যায়কে। তিনিও বহুদিন পর ছোট পর্দায় ফিরলেন এই মেগার হাত ধরে। আর প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে তাঁদের এই নতুন জুটি। সেখান থেকেই শুরু হয়েছে আরও একটি চর্চা। বাস্তবেও কি প্রেম করছেন উষসী এবং সুস্মিত? কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: শহরে হাজির নয়া রহস্য সন্ধানী! ফেলুদাকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত ডিটেকটিভ চারুলতা, মুখ্য ভূমিকায় কে?
সুস্মিতের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে কী বললেন উষসী?
এদিন তাঁর এবং সুস্মিতের প্রেমের জল্পনা নিয়ে টিভি ৯ বাংলার কাছে মুখ খুললেন অভিনেত্রী। সরাসরি নাকচ করে দিলেন এই জল্পনাকে। উষসী রায় এদিন সাফ সাফ জানিয়ে দেন, 'শ্যুটিংয়ের পর এই প্রথমবারের জন্য আমরা একসঙ্গে বেরোলাম। এমনটা রটেছে আমাদের নিয়ে?'
তিনি এদিন আরও বলেন, 'যাকে নিয়ে এতদিন রটেছিল তাহলে এতদিনে সেটা অন্তত চাপা পড়ে গেল। আমায় অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে বরাবর তাও আমি যেটা করিনি সেটা নিয়ে। এটা নতুন কিছু না।'
আরও পড়ুন: 'উদিতের চুমু তো...' মহিলা অনুরাগীকে লিপ কিস করে জড়ান বিতর্কে, এবার নিজেই নিজেকে ট্রোল করলেন উদিত!
উষসী রায়ের মতো সুস্মিতও তাঁদের প্রেমের জল্পনা খারিজ করে দিয়ে বলেন, 'সোশ্যাল মিডিয়ায় কে কী বলছেন সেটা খুব একটা চোখে পড়ে না, আমি তো থাকি না খুব একটা।' তাঁদের দুজনের মোটেই দর্শকদের তাঁদের অনস্ক্রিন জুটি এত ভালো লেগেছে যে তাই সেটাই তাঁরা বাস্তবে দেখতে চান বলে এত চর্চা চলছে।
প্রসঙ্গত মাঝে উষসী রায়ের সঙ্গে নুসরত জাহানের প্রাক্তন নিখিল জৈনের সঙ্গে নাম জড়িয়েছিল। যদিও অভিনেত্রী সেই জল্পনাও নাকচ করে দিয়েছিলেন।
গৃহপ্রবেশ ধারাবাহিক প্রসঙ্গে
গৃহপ্রবেশ ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি রোজ রাত সাড়ে আটটা নাগাদ দেখা যায়। মুখ্য ভূমিকায় আছেন উষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: 'ডাইনি' অঞ্জনার প্রতিপক্ষ হয়ে আসছেন 'দেবী' রণিতা! সৌপ্তিকের ছবিতে অন্যান্য চরিত্রে থাকছেন কারা?
আরও পড়ুন: কাঁথিতে ফুলের মালায় বরণ অতনুকে, পেলেন চকলেট সহ একগুচ্ছ উপহার! আবেগঘন সা রে গা মা পা জয়ী লিখল...