কিছুদিন আগেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন উস্তাদ জাকির হুসেন। গত বছর ১৫ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর শোক গেলে এখনও বেরতে পারেননি তাঁর দুই ভাই। বট গাছের মতো দাদাকে হারিয়ে ভেঙে পড়েছেন ফজল কুরেশি এবং তৌফিক কুরেশি। এদিন জানালেন জাকির হুসেন তাঁদের কাছে ছাদের মতো ছিলেন। সামনেই তাঁদের বাবা তথা তবলা মায়েস্ট্রো উস্তাদ আল্লাহরাখা কুরেশির ২৫ তম মৃত্যুবার্ষিকী। কিন্তু এখনও দাদার মৃত্যুর শোক কাটাতে পারেননি তাঁরা। কী জানালেন ফজল এবং তৌফিক কুরেশি?
আরও পড়ুন: কৌশিক-জয়দীপের পর ফেডারেশনের কোপে আরেক পরিচালক? সিনেমার পর এবার বন্ধের মুখে সিরিজের শ্যুটিং?
কী জানালেন তাঁরা?
জাকির হুসেনের মৃত্যু প্রসঙ্গে এদিন হিন্দুস্থান টাইমসকে ফজল কুরেশি জানান, 'জাকির ভাইয়ের মৃত্যু একটা শকের মতো। আমরা এখনও সেটা কাটিয়ে উঠতে পারিনি। ওকে অতীত বানাতে পারিনি। ও আমাদের বুঝিয়ে দিয়ে গেল জীবন কতটা অনিশ্চিত। বাবা যখন মারা গেল তখন জাকির ভাই আমাদের দেখভাল করে আগলে রেখেছিল। গাইড করত, সব কিছু দেখে রাখত। এখন ও চলে যাওয়ায় মনে হচ্ছে আমরা সত্যি অনাথ হয়ে গেছি।'
অন্যদিকে তৌফিক জানান, 'আমাদের বাবা সবসময়ই খুব ব্যস্ত থাকতেন। আমরা জাকির ভাইয়ের হাত ধরে হাঁটা শিখেছি। সবটাই ও শিখিয়েছে আমাদের। আজ ওর না থাকাটা আমাদের জন্য কী সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু ও না থাকলেও ওর স্মৃতি আছে, ওর সঙ্গীত আছে। সেগুলোই আমাদের আজও অনুপ্রেরণা দেয়।'
আরও পড়ুন: ভক্তদের খুশি করতেই চুমু খেয়েছেন, ট্রোলড হতেই সাফাই উদিতের! বললেন, 'এসবে এত নজর দেওয়া উচিত না'
এদিন তাঁরা আরও জানান জাকির হুসেনের মৃত্যুর পর তাঁর দুই মেয়েকে যেন আচমকাই অনেকটা বড় হয়ে যেতে হয়েছে। প্রয়াত শিল্পীর বড় মেয়ে আনিশা সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কবর থেকে অন্যান্য সমস্ত কাজ এবং সেগুলোর সিদ্ধান্ত নিয়েছে আনিশা এবং ইসাবেল আর তাঁর স্বামী। সঙ্গে ছিলেন তাঁদের কাকা ফজল। জাকির হুসেনের মৃত্যুর পর দারুণ ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। তিনি এখনও এটা মেনে উঠতে পারেননি বলেই জানিয়েছেন ফজল এবং তৌফিক কুরেশি।