বাংলা নিউজ > বায়োস্কোপ > সারা জীবন শুধু দান করে গেলেন, কাউকে কিচ্ছুটি জানতে দিলেন না: লিলি

সারা জীবন শুধু দান করে গেলেন, কাউকে কিচ্ছুটি জানতে দিলেন না: লিলি

উত্তম কুমারকে নিয়ে কলম ধরলেন লিলি।

Uttam Kumar Death Anniversary: 'দেয়া নেয়া' করতে গিয়ে আলাপ আমাদের। এত বছর পরেও স্মৃতিতে ছবির মতো ভেসে ওঠে দিনগুলি। ইন্ডাস্ট্রিতে তখন সবে কয়েক বছর পার করেছি। অথচ আমাকে একবারও সে কথা বুঝতে দেননি।

লিলি চক্রবর্তী

উত্তমকুমারের সঙ্গে আমার প্রথম কাজ 'বিপাশা'য়। কিন্তু সেই ছবিতে ওঁর সঙ্গে আমার কোনও দৃশ্যই ছিল না। সুচিত্রা সেনের বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছিলাম। ইন্ডাস্ট্রিতে আমি তখন নতুন। সেটে দেখতাম ওঁকে। দেখতাম আর অবাক হতাম। এত বড় অভিনেতা! অথচ কী অমায়িক। অগাধ সাফল্য পেয়েও কাজের দিকে অটুট মনোযোগ!

'দেয়া নেয়া' করতে গিয়ে আলাপ আমাদের। এত বছর পরেও স্মৃতিতে ছবির মতো ভেসে ওঠে দিনগুলি। ইন্ডাস্ট্রিতে তখন সবে কয়েক বছর পার করেছি। অথচ আমাকে একবারও সে কথা বুঝতে দেননি। ভাবতেই পারিনি ওঁর কাছ থেকে এতটা সহযোগিতা পাব। উনি যখন আমার সঙ্গে কথা বলতেন, মনে হত, আমি ওঁর কত দিনের চেনা। সকলকে নিয়ে থাকতে ভালোবাসতেন। সবাইকে কাছে টেনে নিতে পারতেন। এত নম্র, এত ভদ্র সুপারস্টার আমি আগে কখনও দেখিনি। যত দেখেছি, ততই মুগ্ধ হয়েছি।

একবার একটি ছবিতে আমাকে 'বৌঠান' বলতে হয়েছিল। তার পর থেকে ওঁর 'বৌঠান'ই হয়ে গেলাম! পর্দার বাইরেও মজা করে তা-ই ডাকতেন আমায়। এর পর 'দুই পুরুষ' ছবিতে ফের একসঙ্গে কাজ। এ বার কিন্তু আর 'বৌঠান' নয়! ওঁর বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলাম। মনে আছে, প্রত্যেক পদে আমাকে উৎসাহ দিতেন। অভিনয়ের প্রশংসা করতেন। আমিও মনে সাহস পেতাম।

ওই ছবিতে আমাদের সঙ্গে বেণুদিও অভিনয় করেছিলেন। উনি মাঝেমধ্যেই সেটে রকমারি পদ রেঁধে আনতেন। তখন আমারও ডাক পড়ত। মহানায়ক বলতেন, 'চলে আয়, আমরা একসঙ্গে খাব।'

এমনই ছিলেন মানুষটা। সবাইকে আপন করে নিতেন। আগলে রাখতেন। ইন্ডাস্ট্রির দু:স্থ শিল্পীদের জন্য কত কাজ করেছেন! কার কী লাগবে, কেউ কোনও সমস্যায় পড়ল কি না- সব দিকে নজর তাঁর। সারা জীবন শুধু দান করে গিয়েছেন। কাউকে কিচ্ছুটি জানতে দেননি কখনও। দেখতাম, অনেক তারকাই কিছু দান করতে গেলে একজন ফটোগ্রাফার সঙ্গে নিয়ে যেতেন। পর দিন কাগজে তাঁদের ছবি বেরতো। কিন্তু ওঁকে কখনও এমন প্রচার করতে দেখিনি। এমন মানুষের কি আদৌ প্রচার লাগে?

উনি বলেছিলেন, ওঁর একটি ছবিতে আমাকে নেবেন। কিন্তু শেষমেশ তা সম্ভব হয়নি। কথা দিয়েছিলেন, আবার আমায় ডেকে নেবেন। কথা রেখেছিলেন। 'ভোলা ময়রা'র সময় ফের ডাক পড়ে আমার। ওঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করি আমি। এর পর আরও একটি ছবির শ্যুট শুরু হয়েছিল। কিন্তু আচমকাই উনি চলে গেলেন। সেই শূন্যতা পূরণ হল না আজও। তারকা হয়েও যে মাটির এত কাছাকাছি থাকা যায়, তা ওঁকে না দেখলে জানতাম না।

বায়োস্কোপ খবর

Latest News

হিটস্ট্রোক হলে শরীরে দেখা দেয় এই ৫ লক্ষণ, মৃত্যু এড়াতে জেনে নিন প্রতিরোধের উপায় IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি লেবু থেকে রস বেশি পাওয়া যায় এইভাবে রেখে দিলে! খুব সহজ উপায়টি দেখে নিন গর্ভে সন্তান নিয়ে বিয়ে, তারপরই ডিভোর্স হয় কঙ্কনার! নতুন প্রেমে অপর্ণা সেনের মেয়ে বাড়িতে অশ্বত্থ গাছ কি শুভ? দেওয়ালে গজিয়ে উঠলে কী করণীয়? রইল বাস্তুটিপস নিজেদের স্বভাবের কারণে অস্বস্তিতে পড়েন এই রাশির জাতকেরা! কারা তাঁরা ভারতের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি DRDO-র! বাঁচাবে সর্বোচ্চ বিপদ থেকেও কেউ মারা গেল শোক নয়, উৎসব হয়! মৃতদেহকেই আগলে রাখে পরিবার, অদ্ভুত রীতি এই গ্রামের সৌরভের বায়োপিক কি আরও পিছলো, করণ জোহরের স্পাই হতে গিয়ে আয়ুষ্মান ভুলছেন মহারাজকে পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ

Latest IPL News

IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.