বাংলা নিউজ > বায়োস্কোপ > Vaibhavi Upadhyaya funeral: ক'দিন পরই ছিল বিয়ে, ফিরল বৈভবীর নিথর দেহ! শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়ল পরিবার, সহকর্মীরা

Vaibhavi Upadhyaya funeral: ক'দিন পরই ছিল বিয়ে, ফিরল বৈভবীর নিথর দেহ! শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়ল পরিবার, সহকর্মীরা

প্রয়াত বৈভবী উপাধ্যায় (ছবি-ইনস্টাগ্রাম)

Vaibhavi Upadhyaya Cremated: হবু বরের সঙ্গে হিমাচলে ঘুরতে গিয়েছিলেন বৈভবী। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত জেসমিনের। 

একের পর এক মৃত্যুসংবাদ হিন্দি বিনোদন জগতে। আদিত্য সিং রাজপুতের মৃত্যুর ধাক্কা সামলে উঠবার আগেই চলে গেলেন অভিনেত্রী বৈভবী উপাধ্যায় এবং নীতিশ পাণ্ডে। বুধবার জোড়া মৃত্যুর খবরে জর্জরিত টেলি ইন্ডাস্ট্রি। ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর দৌলতে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন বৈভবী। যদিও পরবর্তীতে সেইভাবে সাফল্য ধরে রাখতে পারেননি এই প্রতিভাবান অভিনেত্রী।

গত ২২শে মে হিমাচল প্রদেশে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান বৈভবী। মাত্র ৩৩ বছরেই না-ফেরার দেশে অভিনেত্রী। আজ (বুধবার) সকালে মুম্বইয়ে ফেরে বৈভবীর নিথর দেহ, যা দেখে কান্নায় ভেঙে পড়ল পরিবার। ডিসেম্বর মাসেই বিয়ের তারিখ পাকা ছিল বৈভবীর, সদ্যই ‘রোকা’ (এনগেজমেন্ট) সেরেছিলেন সারাভাইয়ের জেসমিন।

বৈভবীর শেষকৃত্য

বৈভবীর শেষকৃত্যে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর প্রযোজক জেডি মাজেথিয়া, লেখক অতীশ কাপাডিয়া, অভিনেতা গৌতম রোডে। বান্ধবীর নিথর দেহ দেখে নিজেকে সামলাতে পারেননি অভিনেতা গৌতম রোডে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় অভিনেতাকে। মেয়ে হারা মা কান্নায় ভেঙে পড়েছেন। সকলের সামনে চোখের জল আটকে রাখার চেষ্টা করেন বৈভবীর বাবা। দুজনেই অস্ট্রেলিয়া সফরে ছিলেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে এদিন সকালেই দেশে ফেরেন দুজনে। শেষকৃত্যে হাজির ছিলেন বৈভবীর হবু স্বামীও। বোরিভালি মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল বৈভবীর। 

কীভাবে ঘটল দুর্ঘটনা?

হবু স্বামীর সঙ্গে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন বৈভবী। ১৫ দিনের ছুটিতে ছিলেন অভিনেত্রী ও তাঁর হবু বর। হিমাচলের পাহাড়ি বাঁকে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। সামনে থেকে আসা একটি ট্রাককে পাস দিতে খাদের একদম কিনারায় দাঁড়িয়ে ছিল বৈভবীর গাড়িটি। চালকের আসনে ছিলেন তাঁর হবু স্বামী। ট্রাকটি বাঁক নেওয়ার সময় বৈভবীদের গাড়িতে হালকা ধাক্কা লাগে। কিন্তু সেই ধাক্কা সামলাতে না পেরে গাড়িটি খাদে উলটে যায়। সেইদিকেই ছিলেন বৈভবী। দুর্ভাগ্যবশত সিট বেল্ট লাগানো ছিল না অভিনেত্রীর। ছিটকে পড়ে যান বৈভবী, মাথায় গুরুতর চোট পান তিনি, রক্তক্ষরণের সঙ্গে সঙ্গেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। স্থানীয়রা যখন তাঁকে উদ্ধার করে ততক্ষণে সব শেষ। প্রয়াত অভিনেত্রীর হবু স্বামীর হাতে সামান্য চোট লেগেছে।

বৈভবীর এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত। ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর পাশাপাশি ‘সিম্পলি স্বপ্নে’, ‘ক্যায়া কসুর হ্যায় আমলাকা’-র মতো সিরিয়ালেও অভিনয় করেছেন বৈভবী। দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছিলেন তিনি। নিয়তির এই নিষ্ঠুর পরিহাস মেনে নিতে পারছে না বৈভবীর পরিবার।

 

 

 

বন্ধ করুন