সম্প্রতি ‘সিটাডেল:হানি বানি’ সিনেমার সাফল্যের পার্টিতে একসঙ্গে নাচ করতে দেখা যায় বরুণ এবং সামান্থাকে। এই সিনেমায় বরুণ এবং সামান্থা ছাড়াও অভিনয় করেছিলেন কে কে মেনন, ইমা ক্যানিন সহ অন্যান্য কলাকুশলীরা। মুম্বইতে অনুষ্ঠিত এই ইভেন্টে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ানের স্ত্রী, ওয়ামিকা গাব্বি, নাতাশা দালাল, মৃনাল ঠাকুর, সাকিব সেলিম, অভিষেক ব্যানার্জি এবং অবনীত কৌর।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, বরুণ এবং সামান্থা এক সঙ্গে নাচ করছেন। নাচ করার সময় একে অপরের কাঁধে হাত রেখে প্রাণ খোলা হাসিতে হেসে ওঠেন দুজনেই।
আরও পড়ুন: এসে গেল 'গেম চেঞ্জার'-এর নতুন গান, কিয়ারা-রামচরণ জুটি মুগ্ধ করল সকলকে
আরও পড়ুন: শুধু বোনের জন্য…, শাহিনের জন্মদিনে একগুচ্ছ ছবি উপহার দিলেন আলিয়া
অনুষ্ঠানে বরুন পরেছিলেন একটি নীল রঙের টি-শার্ট এবং সাদা প্যান্ট। অন্যদিকে সামান্থা পরেছিলেন একটি বেইজ রঙের টপ, কালো ট্রাউজার।
এই পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে একজন লিখেছেন, ‘দুর্দান্ত দেখতে লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘আপনাদের জুটি সত্যি খুব সুন্দর।’ আবার একজন লিখেছেন, ‘আপনাদের অভিনয় আমাদের মুগ্ধ করেছে।’
আরও পড়ুন: ‘বাড়িতে বসেই পেয়ে যাই ৫ লাখ টাকা..’ কী এমন কাজ করেন আদিল হুসেন?
আরও পড়ুন: ‘থেরাপি নিতে হয়…’ ছবির জন্য অবসাদে ডুবে গিয়েছিলেন দিবাকর! কিন্তু কেন?
প্রসঙ্গত, যে গানটির তালে তালে এই তারকা জুটিকে নাচ করতে দেখা যায় সেই সিনেমাটি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমা হলে। ‘বেবি জন’ সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করবেন কৃতি সুরেশ, ওয়ামিকা গাব্বি, জ্যাকি শ্রফ, রাজপাল যাদব এবং সানায়া মালহোত্রা।