এটা যেন সিক্যুয়েলের যুগ! একটার পর একটা আইকনিক, হিট ছবির সিক্যুয়েল আসছে। আর সেই দলেই নাম লিখিয়েছে বর্ডার। এবার এই বর্ডার ২ ছবিটির বিষয়ে বড় আপডেট পাওয়া গেল। জানা গেল সানি দেওল ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।
আরও পড়ুন: 'পুলিশ ভাই বোনেরা লজ্জা হারিয়ে ফেলেছেন...', আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশকে কটাক্ষ তনিমার
কী জানা গিয়েছে বর্ডার ২ বিষয়ে?
বরুণ ধাওয়ান এদিন নিজেই এই আপডেট দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই তিনি ক্যাপশনে লেখেন 'ভারতের সব থেকে বড় যুদ্ধের ছবি এবার আরও বড় আকারে আসছে।' এই ছবিতে বরুণকে একজন সৈনিকের বেশে দেখা যাবে। এই ভিডিয়োতে অভিনেতার ভয়েস ওভার শোনা যাচ্ছে। সেখানে তিনি বলছেন, 'শত্রুদের সব গুলির সঙ্গে জয় হিন্দ বলে মুখোমুখি হই। যখন দেশ মা ডাকে তখন সব ভুলে সেখানে যাই। ভারতের সেনা হলাম আমি।'
আরও পড়ুন: ভাল্লুকের জন্য সব মাটি! সোনাক্ষী জাহিরের ট্রিপের আদুরে ছবির মাঝে উঁকি দিয়ে কী ঘটাল সে?
বরুণ যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে ১৯৯৭ সালের ছবিটির বেশ কিছু ক্লিপ দেখা যাচ্ছে। আর নেপথ্যে বাজছে সন্দেশে আতে হ্যায় গানটি।
বরুণ এর পর এই বিষয়ে আরও আপডেট দিয়ে লেখেন, 'আমি তখন ক্লাস ৪ এ পড়ি যখন আমি এই ছবিটি চন্দন সিনেমায় দেখতে গেছিলাম। আমার উপর খুব প্রভাব ফেলেছিল বর্ডার। জাতীয় গর্বের যে অনুভূতি হয়েছিল সেটা আজও মনে আছে। বর্ডার ২ ছবিতে কাজ করতে পারা আমার জন্য বিশেষ একটা ব্যাপার। আর এই ছবিতে আমি সানি দেওলের সঙ্গে কাজ করতে পারব। আর সেটাই যেন সবটাকে আরও বিশেষ করে তুলছে। আপনাদের সবার শুভ কামনা চাইছি। জয় হিন্দ।'
প্রসঙ্গত বর্ডার ২ ছবিটির প্রযোজনা করবেন জেপি দত্ত এবং ভূষণ কুমার। এই ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি আবারও মুক্তি পাবে।