বাংলা নিউজ > বায়োস্কোপ > Varun Dhawan: 'এটা আমাদের বাড়ির ঐতিহ্য নয়…' ভাইজি অঞ্জিনীর ছবির প্রিমিয়ারে কেন এমন বললেন বরুণ?

Varun Dhawan: 'এটা আমাদের বাড়ির ঐতিহ্য নয়…' ভাইজি অঞ্জিনীর ছবির প্রিমিয়ারে কেন এমন বললেন বরুণ?

বরুণ ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান শুক্রবার বলেছেন যে তাঁর বাবা ডেভিড ধাওয়ান তাঁর প্রথম ছবিটি পরিচালনা করেননি, কারণ পরিবারের সদস্যদের লঞ্চ করা তাঁর পরিবারের ঐতিহ্য নয়।

২০১২ সালে করণ জোহরের 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করা বরুণ ধাওয়ান তাঁর ভাইজি অঞ্জিনী ধাওয়ানের প্রথম ছবি 'বিনি অ্যান্ড ফ্যামিলি'র লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘ওঁদের ঠেলবেন না…’ দেহরক্ষীদের থেকে কাদের রক্ষা করতে ধমক দিলেন জাহ্নবী

সেখানেই তিনি বলেন, 'অঞ্জিনী সম্পর্কে আমার ভাইজি কিন্তু আমি এখানে এসেছি ওঁর বড় দাদা হয়ে... আর একটা বিষয় হল এটি একটি ভালো ছবি, তাই আমি এখানে এসেছি। যেমন আমার বাবা আমাকে কখনও লঞ্চ করেননি কারণ সেই ঐতিহ্য আমার পরিবারে নেই, তিনি এতে বিশ্বাস করেন না। তেমনই অঞ্জিনী যা করেছেন তাতে আমাদের কোনও হাত নেই এবং ওঁর কোনও সাফল্যের কৃতিত্ব আমদের নেওয়া উচিত নয়। সত্যিই, অঞ্জিনী নিজের চেষ্টায় এটা সম্ভব করেছেন এবং আমি ওঁর জন্য খুবই গর্বিত। ওঁর নতুন পথ চলা শুরু হল।’

সঞ্জয় ত্রিপাঠী পরিচালিত 'বিনি অ্যান্ড ফ্যামিলি' একটি ফ্যামিলি ড্রামা যা তিন প্রজন্মের মধ্যে সম্পর্ক এবং জটিলতার গল্প তুলে ধরেছে। ছবিতে ‘বিন্নি’-এর ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জিনী ধাওয়ান।

আরও পড়ুন: ‘অসময়’-এ জন্মদিন! মনখারাপের মধ্যে ইমনকে চমকে দিতে বিশেষ কাজ করলেন ‘সারেগামাপা’-এর সতীর্থরা

বরুণ আশাবাদী যে দর্শকরাও অঞ্জিনীর কাজ দেখে তাঁকে ভালবাসায় ভরিয়ে দেবেন এবং প্রশংসা করবেন তাঁর, যেমনটি তিনি এবং তাঁর বাবা বছরের পর বছর ধরে দর্শকদের কাছ থেকে পেয়ে এসেছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার জন্য একটি আবেগময় দিন কারণ আমার কাকা অনিল ধাওয়ান আমার বিনোদন জগতে আসার একটি বড় কারণ। আমি যতই কথা বলি না কেন, ওঁর কাজ ওঁকে আজ এই জায়গাটা দিয়েছে। আমার বা আমার বাবার কারণে ওঁকে কাস্ট করা হয়নি। অঞ্জিনী জানে জীবন অনেক কঠিন। আমি যখন বড় হচ্ছিলাম, সবাই আমাকে বলেছিলেন সামনের জীবন সহজ হবে না কিন্তু এই প্রজন্ম ইতিমধ্যেই তা জানে এবং তাই তাঁরা যে কোনও পরিস্থিতির জন্য আরও বেশি করে প্রস্তুত থাকে। তাই আমার মনে হয় এই প্রজন্মের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে।'

প্রসঙ্গত, নিজের প্রথম সিনেমা সম্পর্কে অঞ্জিনী বলেছিলেন যে তিনি অনুভব করেছিলেন যে এটি তাঁর প্রথম ছবি হিসেবে এটি সঠিক গল্প কারণ তিনিও দিদা-দাদুর খুব ঘনিষ্ঠ ছিলেন।

মহাবীর জৈন ফিল্মস ও ওয়েভ ব্যান্ড প্রোডাকশনস প্রযোজিত 'বিনি অ্যান্ড ফ্যামিলি' ২০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আন্দোলনকারীদের 'নকশাল' আখ্যা দিয়ে বিস্ফোরক কুণাল, 'মণ্ডপে' আহ্বান ডাক্তারদের ‘যাঁদের কোল খালি হল, তাঁদের ঘরে জ্বলবে না আলো…’ পুজোর আগে সরব রূপাঞ্জন! ট্রোল হন খারাপ খেললেই, এই কাজের জন্য কেএল রাহুলকে অভিবাদন করতেই হবে! ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়? ‘কোথায় রাত্তিরের সাথী? আমাকে বেঞ্চ নিয়ে মারতে এসেছিল’, বললেন নার্স পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর দুর্দান্ত ওপেনিংয়ের পরেও হরিয়ানায় খেই হারাল কংগ্রেস! BJP-র কামব্যাকে মিমের বন্যা মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকর্ম, ধাক্কা খেয়ে কড়া বার্তা সিপিএমের ‘‌সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে’‌, দুর্গাপুজো উপলক্ষ্যে ঘোষণা মন্ত্রীর সুর নরম ক্রীড়া উপদেষ্টার, তবে কী বাংলাদেশেই শেষ টেস্ট শাকিবের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.