বাংলা নিউজ > বায়োস্কোপ > বাবা ডেভিড ধাওয়ানের আশীর্বাদ নিয়ে হাসিমুখে ২০২২-এর পথ চলা শুরু বরুণের

বাবা ডেভিড ধাওয়ানের আশীর্বাদ নিয়ে হাসিমুখে ২০২২-এর পথ চলা শুরু বরুণের

বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে বরুণ। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)

রবিবার সাত সকালে ইনস্টাগ্রামে বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে নিজের দু'টি ছবি পোস্ট করলেন বরুণ ধাওয়ান।

জমিয়ে খানাপিনা কিংবা পার্টির হুল্লোড় মেজাজে নয়, নতুন বছরকে একটু অন্যরকমভাবেই স্বাগত জানালেন বরুণ ধাওয়ান। বছরটা শুরু করলেন বাবা ডেভিড ধাওয়ানের আশীৰ্বাদ নিয়ে। রবিবার সাত সকালে ইনস্টাগ্রামে বাবার সঙ্গে নিজের দু'টি ছবি পোস্ট করলেন এই বলি-তারকা।

সেই ছবিতে দেখা যাচ্ছে বাবার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে রয়েছেন বরুণ। অন্যদিকে, ছেলের মাথায় হাত রেখে এক গাল হাসি নিয়ে তাঁকে মন খুলে আশীর্বাদ করছেন 'জুড়ুয়া'র পরিচালক। পিতা-পুত্রের এই মিষ্টি ছবি দেখে মন ভিজেছে নেটপাড়ার। নেটিজেনদের পাশাপাশি একাধিক বি-টাউনের বাসিন্দাদের মন ছুঁয়েছে এই ছবি।

একদিকে যেমন বড়দের আশীর্বাদ নিয়ে নয়া বছর শুরু করার জন্য বহু নেটপাড়ার বাসিন্দা বরুণ-এর দারুণ প্রশংসা করেছেন তেমনই আবার অনেকেই এই ছবিকে'বাবা-ছেলের 'পারফেক্ট জুটি' বলেছেন। কেউ বা কমেন্ট করেছেন দারুণ মিষ্টি। অপরাশক্তি খুরানা, সাহিল ভেদ-এর মতো বলি-ব্যক্তিত্বরাও কমেন্ট বক্সে হৃদয়ের ইমোজি দিয়ে নিজেদের ভালোলাগার কথা ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, ২০১২ সালে করণের পরিচালনায় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির ,মাধ্যমে বলিউডে ডেবিউ করলেও প্রথমবার তাঁর বাবা ডেভিডের পরিচালনায় কাজ করেন ২০১৪ সালে 'ম্যায় তেরা হিরো' ছবিতে। সেই শুরু। এরপর ডেভিডের নির্দেশনায় 'জুড়ুয়া', 'কুলি নম্বর ওয়ান' ছবিতেও কাজ করেছেন তিনি। অন্যদিকে, নব্বইয়ের দশক থেকে পাওয়া বলিউডের অন্যতম সেরা কমেডি ছবির পরিচালকের শিরোপা আজও সযত্নে তুলে রাখা রয়েছে ডেভিড ধাওয়ানের কাছে।

বন্ধ করুন