সদ্যই বাবাকে হরিয়েছেন মালাইকা অরোরা এবং অমৃতা অরোরা। তাঁদের বাবার মৃত্যুর পরে ফটোগ্রাফারদের আচরণ নিয়ে বরুণ ধাওয়ান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হতাশা প্রকাশ করেন। অভিনেতা বলেন যে পেশাদার দাবি থাকা সত্ত্বেও শোকাহত পরিবার এবং তাঁদের আত্মীয়দের দিকে ক্যামেরা তাক করা সংবেদনশীল নয়। রেডডিটা ব্যবহারকারীরা তার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সংবেদনশীলতার অভাবের কারণে পাপারাজ্জিদের ধিক্কার জানিয়েছেন তাঁরাও।
আরও পড়ুন: (‘আমি স্ক্রিপ্টে কোনও...’ কান্দাহার হাইজ্যাক বিতর্কে বললেন পরিচালক)
পাপারাৎজিদের কাছে বরুণের আবেদন
বরুণ ধাওয়ানের পোস্টে লেখা হয়েছে, 'যারা শোকাহত, তাঁদের মুখের দিকে ক্যামেরা তাক করা সবচেয়ে অসংবেদনশীল জিনিস (হাত জোড় করার ইমোজি)। ভাবুন যে আপনারা কী করছেন বা আপনি যখন এটি করছেন তখন কেউ কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি বুঝতে পারছি এটা একটা কাজ, কিন্তু মাঝে মাঝে আরেকজন মানুষের হয়তো এটা (হাত জোড় করার ইমোজি) ঠিক নাও হতে পারে... #humanity (মানবতা)'।
বরুণের পোস্টে ইন্টারনেট প্রতিক্রিয়া
রেডডিটে শেয়ার করা বরুণের মন্তব্য সম্পর্কে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘সত্যি তাই... এই পাপারাজ্জিদের বিরুদ্ধে কিছু কঠোর আইন থাকা উচিত, যা তারা সিদ্ধার্থ শুক্লার ক্ষেত্রে করেছিল। ’
'আরেকজন লিখেছেন, ‘পিআর চালিত প্যাপ সংস্কৃতি যেভাবে পরিণত হয়েছে, আমি ইতিমধ্যেই এটি ঘৃণা করি। কিন্তু পরিবারে মৃত্যুর সময় কাউকে প্যাপ মারা স্রেফ স্রেফ নিম্নমানের আচরণ। ঋষি কাপুরের শেষকৃত্য করার সময় রাখি সাওয়ান্ত রণবীরের ভিডিয়ো পোস্ট করার সময়টিও আমাকে মনে করিয়ে দেয়। যেমন, তারা আদর্শ মানুষ নয়, তবে সেলিব্রিটি বসের গোপনীয়তাকে সম্মান করে। ’
আরও পড়ুন: (‘চারিদিকে একটা ভীষণ দুঃসময় জানো তো...’ আরজি কর নিয়ে কালিকাপ্রসাদকে খোলা চিঠি পৌষালীর)
একজন রেডডিটর মন্তব্য করেছেন, ‘আমি অনেক কিছু বলতে চাই তবে আমি কেবল চুপ থাকব এবং আশা করব যে পাপারাজ্জিরা একটি জীবন পাবে। সবকিছু এক্সপোজার, অর্থ, পৌঁছানোর বিষয়ে নয়! যা ঘটেছে তা বিরক্তিকর এবং দুঃখজনক। কেন মানুষ গোপনীয়তা, স্থান, মৃতদের সম্মান করার ধারণাটি বোঝে না!’
যখন একজন রেডিটর উল্লেখ করেছিলেন, ‘এই সেলিব্রিটিদের বেশিরভাগই প্যাপদের অর্থ প্রদান করে, তাদের প্রথমে জবাবদিহি করা উচিত।’ অন্য একজন পাল্টা বলেন, ‘ব্যবসা এবং নৈতিকতার মধ্যে একটি লাইন রয়েছে। পাপারাজ্জিদের টাকা দেওয়া ব্যবসার অংশ, কিন্তু ট্র্যাজেডির সময় পাপারাজ্জিদের অনুপ্রবেশ নৈতিকতা লঙ্ঘন করছে।’
আরও পড়ুন: ('প্রতিদিন তোমায় মিস করি…' বাবার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্ট করণের)
প্রসঙ্গত , গত ১১ই সেপ্টেম্বর, বুধবার আত্মহত্যা করেন মালাইকা ও অমৃতা অরোরার বাবা। তাঁর দুই কন্যা মালাইকা, অমৃতা এবং স্ত্রী জয়েস পলিকার্প।