সম্প্রতি ঋষিকেশে নতুন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা বরুণ ধাওয়ান। পূজা হেগড়ের বিপরীতে সেখানে ‘ইয়ে জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার শ্যুটিং করছিলেন বরুণ। সেটেই আচমকা আঘাত পান বরুণ। কীভাবে এই আঘাত পেলেন তিনি? এখন কেমন আছেন অভিনেতা? ঠিক কতটা চোট লেগেছে অভিনেতার?
জানা যাচ্ছে সেটে থাকাকালীনই আঙুলে চোট পেয়েছেন বরুণ। ঠিক কতটা চোট লেগেছে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন অভিনেতা। কী দেখা যাচ্ছে তাঁর সেই পোস্টে?
আরও পড়ুন: 'আমাদের কেউ মনে রাখবে না...', কী কারণে মন খারাপ আমিরের? এমন কী হল তাঁর?
আরও পড়ুন: 'আমি জানতাম না ও…', সলমনের খ্যাতি নিয়ে কী বললেন পুনম?
কীভাবে পেলেন আঘাত?
বরুণ আঙুলে কীভাবে আঘাত পেয়েছেন তা জানা না গেলেও তিনি কতটা আঘাত পেয়েছেন তা জানা গেছে অভিনেতার পোস্ট করা একটি ছবি দেখে। ইনস্টাগ্রামে আঙুলের ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, সারতে কতক্ষন লাগবে? ছবিতে দেখা যাচ্ছে, একটি বরফের পাত্রে আঙুল ডুবিয়ে বার বার আঘাত কমানোর চেষ্টা করছেন তিনি। আঙুলের মাথা যে ফুলে লাল হয়ে আছে, তা বেশ বোঝা যাচ্ছে ছবিতে।

গত ২২ মার্চ ঋষিকেশে এই সিনেমার শ্যুটিং শুরু হয়েছে। ঋষিকেশে পৌঁছানোর আগে পূজা, বরুণ এবং ম্রুনাল যৌথভাবে একটি মজার ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল, পূজা ফ্লাইটে পাগলের মতো নিজের ফোন খুঁজে বেড়াচ্ছেন। পূজাকে ব্যঙ্গ করে বরুণ বলছেন, ঠিক আছে পূজা, সবকিছু ঠিক করে নাও, তুমি বেঁচে যাবে, তুমি বেঁচে যাবে পূজা। এখন তুমি সিটে এসে বসো।
আরও পড়ুন: সেন্সর বোর্ড থেকে কিছু দৃশ্য করা হল অস্পষ্ট, কিছু আওয়াজ মিউট, কী এমন ছিল সলমন খানের ‘সিকন্দর’-এ?
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব?
রমেশ তৌরানি প্রযোজিত সিনেমা ‘ইয়ে জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায় বরুণ-এর বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে এবং ম্রুনাল ঠাকুর। এই মুহূর্তে সেই সিনেমারই শ্যুটিং চলছে ঋষিকেশে।
প্রসঙ্গত, এছাড়াও বরুণকে শীঘ্রই জাহ্নবী কাপুরের সাথে "সানি সংস্কারী কি তুলসী কুমারী" ছবিতে দেখা যাবে।