বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhediya Trailer: 'ইচ্ছাধারী ভেড়িয়া' বরুণ! ড্রাকুলার মতো দাঁত,সুবিশাল নখ- এবার মানুষ খাবেন নাকি?

Bhediya Trailer: 'ইচ্ছাধারী ভেড়িয়া' বরুণ! ড্রাকুলার মতো দাঁত,সুবিশাল নখ- এবার মানুষ খাবেন নাকি?

ভেড়িয়ার ট্রেলারে বরুণ ধাওয়ান

Bhediya trailer: ভেড়িয়ার কামড় খেয়ে ইচ্ছাধারী ভেড়িয়ায় পরিণত হয়েছেন বরুণ ওরফে ভাস্কর। কীভাবে বদলে যাচ্ছে তাঁর জীবন? উঠে এল ‘ভেড়িয়া’র ট্রেলারে। 

ঘন অন্ধকার জঙ্গলে ‘ভেড়িয়া’ তাড়া করছে বরুণকে। প্রাণে বাঁচতে প্রাণপণে দৌড় তবুও শেষরক্ষা হল না! ‘ভেড়িয়া’র হাতে কামড় খেলেন গল্পের নায়ক ভাস্কর (বরুণ) আর তারপরই বদলে গেল তাঁর জীবন। প্রত্যেকদিন রাতে আস্ত একটা নেকড়ে হয়ে ওঠতে শুরু থাকল ভাস্কর। বুধবার প্রকাশ্যে পরিচালক অমর কৌশিকের হরর কমেডি ‘ভেড়িয়া’র ট্রেলার। বরুণ ছাড়াও এই ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, দীপক ডোবরিয়াল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কী দেখা গেল ট্রেলারে? ভেড়িয়ার কামড় খাওয়ার পর থেকেই অস্বস্তিতে ভুগছে ভাস্কর। তাঁর শরীরের বেশ কিছু পরিবর্তন আসছে, পাশাপাশি নিজের রাগ সামলাতে পারছে না ভাস্কর। বন্ধুরা কার্যত নিশ্চিত ‘ইচ্ছাধারী ভেড়িয়া’তে পরিণত হয়েছে বরুণ। নিজের পরিবর্তন সম্পর্কে এক্কেবারে অজ্ঞাত নয় বরুণ। বরং মারাত্মক রেগেমেগে বন্ধুদের সে জানায়, প্রতিদিন রাতে তাঁর পশ্চাতদেশ থেকে বাস্তবেই একটা বিরাট ল্যাজ গজায়। বরুণের কথায়, ‘ড্রাকুলার মতো দাঁত’, ‘রামপুরী চাকু’র সমান নখ তৈরি হয় হাতে, কুকুররা তাঁকে দেখে ‘পিসিমশাই’ বলে সম্বোধন করে। এমন জীবন থেকে মুক্তি চান বরুণ, তাই বন্ধুরা সকলে মিলে ভাস্করকে কীভাবে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সেই উপায় খুঁজতে বার হয়।

ট্রেলারের একদম শেষভাগে দেখা যায়, গভীর রাতে ‘ভেড়িয়া’ রূপ ধারণ করে বন্ধুদের গাড়ির উপরই হামলা চালায় ভাস্কর। ভেড়িয়ার পরনে নীল রঙা 'চাড্ডি' দেখে চিনতে পারে বন্ধুরা। ট্রেলারের শেষে বাজতে থাকে ‘জঙ্গলবুক’-এর গান ‘জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়..’!

এর আগে ‘স্ত্রী’র মতো হরর কমেডি তৈরি করেছেন অমর কৌশিক। তাই এই ছবি ঘিরেও সিনেপ্রেমীদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে বিস্তর। আগামী ২৫শে নভেম্বর মুক্তি পাবে এই ছবি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীনেশ বিজন। এর আগে বহু হলিউড ছবিতে ‘ওয়ারউলফ’ দেখেছি আমরা, এবার হিন্দি ছবির পর্দায় নেকড়ের হুঙ্কার শোনবার পালা।

অরুণাচলপ্রদেশের জঙ্গলে রয়েছে এই ছবির শ্যুটিং। প্রচলিত লোকগথার উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করেছেন অমর কৌশিক। বরুণের শেষ রিলিজ ছিল ‘যুগ যুগ জিও’, খুব শীঘ্রই ‘বাওয়াল’ ছবিতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে খুব শীঘ্রই ‘আদিপুরুষ’ ছবিতে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কৃতিকে।

 

বায়োস্কোপ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.