বাংলা নিউজ > বায়োস্কোপ > 'প্রেমহীন বিয়ের ফসল হবে না ওরা', সমলিঙ্গের যুগলের সন্তান প্রসঙ্গে কেন এমন মত বরুণ গ্রোভারের

'প্রেমহীন বিয়ের ফসল হবে না ওরা', সমলিঙ্গের যুগলের সন্তান প্রসঙ্গে কেন এমন মত বরুণ গ্রোভারের

বরুণ গ্রোভার টুইটারে সমলিঙ্গের বিয়ে নিয়ে নিজের মতামত জানালেন

Varun Grover: বরুণ গ্রোভার টুইটারে সমলিঙ্গের বিয়ে নিয়ে নিজের মতামত জানালেন। বললেন ভালোবাসাহীন কোনও বিয়ের ফসল হবে না এই কাপলদের সন্তানরা। তাঁরা সহানুভূতির সঙ্গে বেড়ে উঠবে।

গীতিকার বরুণ গ্রোভার সুপ্রিম কোর্টে সমলিঙ্গ বিবাহকে আইনসিদ্ধ করার বিষয় যে শুনানি শুরু হয়েছে সেটায় নিজের প্রতিক্রিয়া জানালেন। বুধবার ভারতের এই উচ্চ আদালত ১৫টি পিটিশনের ভিত্তিতে শুনানি শুরু করেছে। বরুণ গ্রোভার তারপরই টুইটারে নিনের মতামত প্রকাশ করে লেখেন সমলিঙ্গের কাপল রা একটি শিশুকে অত্যন্ত যত্ন এবং ভালোবাসার সঙ্গে বড় করে তুলতে পারেন।

টুইটারে তিনি সুপ্রিম কোর্টের এই শুনানির বিষয়ে টুইট করে লেখেন এবং একই সঙ্গে প্রশ্ন করেন, 'একটা সমলিঙ্গের কাপল কী করে একটা শিশুকে মানুষ করতে পারে? অবশ্যই একজন পুরুষ এবং একজন নারী যৌথ ভাবে তাঁদের সন্তানকে যেভাবে মানুষ করেন তার থেকে অনেক ভালো করে মানুষ করতে পারবে। এই শিশুরা কোনও ভালোবাসাহীন বিয়ের ফসল হবে না, ছেলের লোভের বশে শিশুদের মানুষ করা হবে না এখানে, বা বড়দের কোনও চাপ থাকবে না সন্তান হওয়ার। ওরা ভালোবাসায়, সহানুভূতি এবং আন্তরিকতার সঙ্গে বড় হবে।'

একই সঙ্গে তিনি নিজের বক্তব্যকে ভালো করে বুঝিয়ে বলেন, 'আসলে আমাদের উচিত নয় বাবা মায়েদের এভাবে জাজ করা। সবাই তো খারাপ হয় না, সে সমলিঙ্গ হোক না পুরুষ মহিলার জুটি। কিন্তু এই তুলনা আদালতে তোলা হয়েছে। এখনও পর্যন্ত পুরুষ মহিলা জুটিকে খারাপ বাবা মা হিসেবে দেখা গিয়েছে। ভালোবাসার সুযোগ দেওয়া উচিত।'

কেবল বরুণ গ্রোভার নন, হংসল মেহতা, বিবেক অগ্নিহোত্রীও সমলিঙ্গের বিবাহ নিয়ে সাওয়াল করেছেন। হংসল লেখেন, 'সুপ্রিম কোর্ট এসো, রাস্তা নির্মাণ করা। সমলিঙ্গের বিবাহকে আইনসিদ্ধ করো।' বিবেক লেখেন, 'না, সমলিঙ্গ বিয়ে মোটেই শহুরে বুর্জোয়া ধারণা নয়। এটা মানুষের প্রয়োজনীয়তা। হয়তো কোনও সরকারি বুর্জোয়া এই হলফনামা তৈরি করেছেন, যিনি কখনও ছোট শহর বা গ্রামে যাননি। কিংবা মুম্বই লোকালে চড়েননি। প্রথমত, সমলিঙ্গ বিয়ে কোনও ধারণা নয়, এটা প্রয়োজনীয়তা। এটা অধিকার। উন্নয়নশীল এবং স্বাধীন চিন্তাভাবনা ও সভ্যতার দেশ ভারতে সমলিঙ্গ বিয়ে খুব নর্ম্যাল একটা ব্যাপার, এটা কোনও অপরাধ নয়।'

চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় সহ ৫ বিচারকের বেঞ্চ এই শুনানির রায় দেবেন। হিমা কোহলি, পিএস নরসিংহ, এস কে কল, এস রবীন্দ্র ভাট থাকবেন তাঁর সঙ্গে। আজ, অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি আছে।

বন্ধ করুন