বাংলা নিউজ > বায়োস্কোপ > খালি গায়ে বরুণ, খাবারে মন নেই জাহ্নবীর, হাসছেন মুচকি মুচকি! কী চলছে দুজনের

খালি গায়ে বরুণ, খাবারে মন নেই জাহ্নবীর, হাসছেন মুচকি মুচকি! কী চলছে দুজনের

খালি গায়ে বরুণ ধাওয়ান, পাশে জাহ্নবী।

ছবিতে বরুণ ধাওয়ান, সানিয়া মালহোত্রা, মনীশ পল এবং দলের অন্যান্যদের সঙ্গে প্রাতঃরাশ করেছেন। তার পোস্টটি দেখুন এখানে-

বরুণ ধাওয়ান, যিনি বর্তমানে তাঁর আসন্ন সিনেমা সানি সংস্কারী কি তুলসী কুমারীর শুটিংয়ে ব্যস্ত, জাহ্নবী কাপুর এবং অন্যান্য সহ-অভিনেতাদের সঙ্গে প্রাতঃরাশের সময় তোলা কিছু মজার মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বরুণ ছবির কাস্ট এবং ক্রুদের সঙ্গে তাঁর সময় কাটানোর এক ঝলক শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, জাহ্নবীর সঙ্গে ডাইনিং টেবিলে বসে রয়েছেন বরুণ।

শার্টলেস এবং সাদা সানগ্লাস পরা বরুণ ক্যামেরার জন্য পোজ দিয়েছেন, অন্যদিকে সাদা টি-শার্ট পরা জাহ্নবী তার খাবার উপভোগ করার সঙ্গে খালি গায়ে বসে থাকা বরুণের দিকে তাকিয়ে হাসছেন।

দ্বিতীয় ছবিতে, ভেড়িয়া অভিনেতাকে সানিয়া মালহোত্রা, মনীশ পল এবং দলের অন্যান্যদের সঙ্গে প্রাতঃরাশ করতে দেখা যায়, যা ভক্তদের তাদের অফ-স্ক্রিন মজাদার কেমিস্ট্রির এক ঝলক দেখায়। ক্যাপশনে বরুণ লিখেছেন, 'ব্রেকফাস্ট ক্লাব #SSKTS'।

সানি সংস্কারী কি তুলসী কুমারী রচনা ও পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। ছবিতে বরুণ ও জাহ্নবী কাপুরের পাশাপাশি সানিয়া মালহোত্রা, রোহিত সরফ, মনীশ পল এবং অক্ষয় ওবেরয় অভিনয় করেছেন।

হিরু যশ জোহর, করণ জোহর, অপূর্ব মেহতা এবং শশাঙ্ক খৈতান প্রযোজিত সিনেমাটি ২০২৫ সালের ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বরুণের অন্যান্য প্রজেক্টের কথা বলতে গেলে, অভিনেতাকে বহুল প্রতীক্ষিত ছবি বর্ডার ২-তেও দেখা যাবে। এটি লিখেছেন নিধি দত্ত এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার এবং কৃষাণ কুমার এবং জেপি দত্ত এবং নিধি দত্ত। পরিচালনা করবেন অনুরাগ সিং।

জানা গেছে, গল্পটি লঙ্গেওয়ালার যুদ্ধের প্রেক্ষাপটে স্থাপন করা হয়েছে এবং এই বছরের অক্টোবরে মাসের কোনও এক সময় শুটিং শুরু হবে। গুলশন কুমার, টি-সিরিজ এবং জেপি দত্তের জেপি ফিল্মস বর্ডার ২ প্রযোজনা করছে। ভূষণ কুমার, কৃষাণ কুমার, জে পি দত্ত এবং নিধি দত্ত প্রযোজিত ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে।

অভিনেতা সামান্থা রুথ প্রভুর বিপরীতে বরুণকে হলিউড সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণে দেখা যাবে। এছাড়াও 'বেবি জন' ছবিতেও দেখা যাবে তাঁকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধ্রুপদী শিরোপার মান রাখতে বেসরকারি স্কুলে বাংলা ফেরাতে উদ্যোগী রাজ্য ভিডিয়ো: এবি ডি'ভিলিয়ার্সের ব্যাটিং দুর্বলতা কী? পার্থিব প্যাটেলের মজার উত্তর আরজি কর কাণ্ডে নয়া তথ্য, 'তৃণমূলী ডাক্তারকে' নিয়ে আদালতে বিস্ফোরক CBI মা দুর্গার সপরিবার ‘পেনসিল’ অবতার! ক্ষুদ্রতম প্রতিমা গড়ে তাক লাগালেন দেবতোষ 'সরকার গড়তে না পারলে বিজেপি কাশ্মীরে…' ভোটের ফলাফল ঘোষণার আগে বড় কথা ওমরের চামারিকেই ভয়, প্ল্যান তৈরি রেনুকার! শ্রীলঙ্কা নয়, স্মৃতির ভাবনায় অস্ট্রেলিয়া… মা ড্যান্স ফ্লোরে নাচছে, পার্টি করতে ভালোবাসে জেনে গেছে আলিয়া কন্যা রাহা ‘দশ বছর আগেও নগ্ন করেছিলেন, আবার করলেন...’ সৌরভের প্রশ্ন পরিচালককে সিংহবাহিনীরূপে এই মন্দিরে ৪০০ বছর ধরে পূজিত হচ্ছেন মা, নেই প্রাণপ্রতিষ্ঠার রীতি SBI-তে নয়া ১০,০০০ কর্মী নিয়োগ! চলতি বছরেই হবে নিয়োগ, কোন কোন পদে চাকরি মিলবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.