পূজা এন্টারটেইনমেন্ট সম্পূর্ণ ভাবে ঋণ এবং দেনার দায়ে জর্জরিত। বর্ষীয়ান প্রযোজক বসু ভাগনানির থেকে প্রায় ৬৫ লাখ টাকা পান কর্মীরা! পিটিআইয়ের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লইর প্রেসিডেন্ট বিএন তিওয়ারি জানিয়েছেন যে মিশন রানিগঞ্জ, গণপথ এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর কর্মীদের টাকা বকেয়া আছে।
বসু ভাগনানির থেকে মিশন রানিগঞ্জের পরিচালক পান বহু টাকা!
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লইর প্রেসিডেন্ট জানিয়েছেন যে বসু ভাগনানির কোম্পানি পূজা এন্টারটেইনমেন্টের থেকে মিশন রানিগঞ্জের পরিচালক তিনু দেশাই ৩৩ লাখ ১৩ হাজার টাকা এখনও পাবেন। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে।
এছাড়াও জানা গিয়েছে এই প্রযোজনা সংস্থার থেকে প্রায় ২৫০ জন কর্মী যাঁরা অক্ষয় কুমার অভিনীত মিশন রানিগঞ্জ, টাইগার শ্রফের গণপথ এবং উল্লিখিত দুই অভিনেতার বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁয় কাজ করেছিলেন তাঁরা সমবেত ভাবে প্রায় ৩১ লাখ ৭৮ হাজার টাকা এখনও পাবেন।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লইর তরফে পিটিআইকে জানানো হয়েছে ইতিমধ্যেই মিশন রানিগঞ্জ ছবির পরিচালক এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন যে তিনি গত বছর মার্চ থেকে এখনও অবধি বসু ভাগনানির থেকে তাঁর ৩৩ লাখ ১৩ হাজার বকেয়া টাকা পাননি। পূজা এন্টারটেইনমেন্টকে বারবার বলা সত্বেও নাকি তাঁরা এই পেমেন্ট ক্লিয়ার করছেন না। এর আগে বলা হয়েছিল জুলাইয়ের শেষে টাকা দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আর গণপথের জন্য প্রায় ২০০ কোটি নিয়েছেন টাইগার! কী জানালেন প্রযোজক?
পূজা এন্টারটেইনমেন্ট সম্পর্কে আর কী জানা যাচ্ছে?
জানা গিয়েছে একাধিক ক্রু মেম্বার জানিয়েছেন পূজা এন্টারটেইনমেন্ট নাকি তাঁদের পেমেন্ট সঠিক টাইমে করছে না। বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে জানানো হয় এই প্রযোজনা সংস্থার মাথার উপর যে ২৫০ কোটি টাকার ঋণের বোঝা ছিল সেটা মেটাতে তাঁরা ৭ তলার একটি অফিস বিক্রি করে দিতে বাধ্য হন। একই সঙ্গে লাগাতার বক্স অফিস ফেলিওরের জন্য এই প্রযোজনা সংস্থা অপারেশন কমাচ্ছে বলেও জানা গিয়েছে।