২০২৩-এর ১৯ জুলাই, পুত্র সন্তানের মা হয়েছিলেন ঈশিতা দত্ত, আর বাবা হন বৎসল শেঠ। বর্তমানে তাঁদের ছেলের বয়স মাত্র ১৯ মাস, এরই মধ্যে ফের মা হওয়ার সুখবর শোনালেন বাঙালি অভিনেত্রী ঈশিতা। দ্বিতীয়বার বাবা-মা হতে চলার বিষয়ে উচ্ছ্বসিত বৎসল ও ঈশিতা।
হ্যাঁ, ঠিকই ভাবছেন ঈশিতার দ্বিতীয়বার মা হতে চলার ঘটনা আপনাকেও নিশ্চয় দেবিনা-গুরমিতের কথা মনে করাচ্ছে। প্রথম সন্তানের বয়স যখন ৪ মাস, তখন দ্বিতীয়বার মা হতে চলার খবর শোনান দেবিনা। খানিকটা যেন একইভাবে দ্বিতীয়বার মাতৃত্বের সুখবর দিলেন দৃশ্যম অভিনেত্রী ঈশিতা।
এদিকে ফের বাবা হতে চলার খবরে উচ্ছ্বসিত বৎসল শেঠ একে ঈশ্বরের 'আশীর্বাদ' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'এটা একটা সারপ্রাইজ (চমক), আমরা খুব-খুশি। ঈশিতা যখন আমাকে গর্ভাবস্থার কথা বলে, তখন আমি শুধু বলেছিলাম, 'ওহ! ওয়াও'। সামঝ নেহি আ রাহা থা (কিছুই যেন বুঝতে পারছিলাম না। বাবা হিসেবে এটা আমার জন্য অনেক বড় খবর ছিল। বিষয়টা যখন বুঝলাম, জানলাম, তখন আনন্দের সীমা ছিল না।'
আরও পড়ুন-মহাকুম্ভে পুণ্যস্নান, ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন অরিন্দম শীল, সুদীপ্তা-সৌম্য ও অদ্রিজা
প্রথম খবর পাওয়ার সেই মুহূর্তের কথা মনে করে বৎসল বলেন, ‘ঈশিতা আমাদের রুমে এসে খবরটা জানায়। আমার মনে আছে, সেদিন বায়ু (ছেলে) খুবই খামখেয়ালি ছিল। জুলাই মাসে আমাদের পরিবারের নতুন সদস্য আসার খবর আমরা গোটা বিশ্বকে জানাই, তার আগে আমরা এই খবরটা বেশ উপভোগ করেছি, এই খবরের মধ্যেই ডুবে ছিলাম।’
অভিনেতা বৎসল শেঠ মনে করেন তাঁদের নতুন সন্তান, ছেলে বায়ুর জন্যও সবচেয়ে বড় চমক হবে। তাঁর কথায়, 'বাবা-মা হিসাবে, আমরা কীভাবে বিষয়টা সামলাতে পারি আলোচনা করেছি। কারণ ঈশিতার দ্বিতীয় গর্ভাবস্থা অবশ্যই প্রথমে থেকে অনেক আলাদা। একজন বাবা হিসাবে, আমি আমার ছেলে এবং আমার স্ত্রী দুজনেরই যত্ন নেব। আমরা দু'জনেই ঠিক করেছি দ্বিতীয় সন্তান এলে আমি বায়ুর যত্ন নেব, আর ঈশিতা আমাদের নতুন দেবদূতের কাছে থাকবে।'
ঈশিতা ও বৎসল দুজনেই তাঁদের বাবা-মাকে খুশি করতে পেরে বেশ খুশি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা দুজনেই আমাদের পূর্বের প্রতিশ্রুতি পূরণ করছি। ঈশিতা একটি ছবির শ্যুটিং শেষ করছে, আর আমি একটা প্রচারের কাজে ব্যস্ত। সুতরাং, আপাতত, আমরা আমার ছেলের সঙ্গে সময় ভাগ করে কাটাচ্ছি। ওঁকে স্কুলে নিয়ে যাচ্ছি এবং ওর যত্ন নিচ্ছি।’