পাঠান ছবির পর আবারও রাফ টাফ লুক নিয়ে, অ্যাকশন ছবি নিয়ে ফিরলেন জন আব্রাহাম। এবার তিনি শর্বরী বাগের শিক্ষক হিসেবে ধরা দিতে চলেছেন। তাঁরা দুজন মিলে একসঙ্গে লড়াই করবেন ভারতের সংবিধান রক্ষা করার জন্য। আসছে তাঁদের নতুন ছবি বেদা। ১ অগস্ট মুক্তি পেল এই ছবির ট্রেলার।
বেদা ছবির ট্রেলার
এই ছবির ট্রেলার শুরুই হচ্ছে ভগবান কৃষ্ণের ভগবত গীতার জনপ্রিয় শ্লোক 'যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবত ভারত....' পাঠ দিয়ে। নায়ক মনে করিয়ে দিচ্ছেন সমাজ অবক্ষয়ের পথে এগোলে, সমাজে পাপের পরিমাণ বেড়ে গেলে তিনি ফিরবেন সমাজকে, ধর্মকে রক্ষা করতে। ট্রেলারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দোষ গ্রামের লোকজনের উপর অত্যাচার কোর্ট3 দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে আছেন শর্বরী বাগও। তিনিও নিপিড়িত, অত্যাচারিত হচ্ছেন। প্রশ্ন তুলছেন সংবিধান নিয়ে।
অন্যদিকে দেখা যায় মেজর অভিমন্যু ওরফে জন আব্রাহামকে কোর্ট মার্শাল করে বরখাস্ত করে দেওয়া হয়। কিন্তু তাতেও তিনি পিছু হটেননি। বরং শর্বরীকে ট্রেন করে সংবিধান রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছেন। তাঁদের দুজনকে ফাটাফাটি অ্যাকশন করতে দেখা যায় ট্রেলার। ছিল রুদ্ধশ্বাস সাসপেন্স, থ্রিল। বাদ যায়নি রক্তক্ষয়ও।
এই ট্রেলারে উঠে এসেছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের প্রসঙ্গ। সেখানে জনকে শর্বরীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'আমি কেবল সারথি। তোমায় পথ দেখাতে পারি। কিন্তু চক্রব্যূহ ভেঙে ভিতরে ঢুকতে হবে তোমাকেই।'
টানটান উত্তেজনা, ভরপুর অ্যাকশন থাকবে যে এই ছবিতে সেটা ট্রেলার থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী ১৫ অগস্ট মুক্তি পাবে সিনেমাটি। তামান্না ভাটিয়া থাকবেন জনের প্রেমিকা হিসেবে। মৌনি রায়কেও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে। এই ছবিটির প্রযোজনা করেছে জি স্টুডিওজ, এম্মে এন্টারটেইনমেন্ট এবং জেএ এন্টারটেইনমেন্ট। নিখিল আডবানি ছবিটির পরিচালনা করেছেন।